The_King_of_Britain_is_Charles_III
ব্রিটেনের রাজা হলেন তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা হলেন তৃতীয় চার্লস( ভিডিওসহ )

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ব্রিটেনের রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বড় ছেলে তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তিনি। শনিবার (১০ সেপ্টেম্বর) সেন্ট জেমস প্রাসাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন তিনি। প্রাসাদের থ্রোন রুমে প্রিভি কাউন্সিলের সামনে শপথবাক্য পাঠ করে ঘোষণাপত্রে সই করেন তিনি। চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করার আগে রানি এলিজাবেথের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

 

 

এরপর একে একে ঘোষণাপত্রে সই করেন প্রিন্স উইলিয়াম ও কুইন কনসোর্ট ক্যামিলাসহ অনান্য সাক্ষীরা। এর আগে নিজের বক্তব্যে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন চার্লস। স্ত্রী ক্যামিলার সমর্থনের জন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

 

তিনি বলেন, ‘এই মহৎ উত্তরাধিকার ও দায়িত্ব যা আমার ওপর অর্পিত হয়েছে তার সম্পর্কে আমি ওয়াকিবহাল। সাংবিধানিক সরকার বজায় রাখা এবং পৃথিবীজুড়ে কমনওয়েলথ রাজত্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য আমার সামনে যে উদাহরণ সৃষ্টি করা হয়েছে তার অনুকরণের প্রচেষ্টা চালিয়ে যাবো আমি।’ কাউন্সিলের কার্যক্রম শেষ হওয়ার পর ফ্রিয়ারি কোর্টের ওপরের বারান্দায় দাঁড়িয়ে ঘোষণাপত্র পাঠ করেন গার্টার কিং অব আর্মস। বাজানো হয় জাতীয় সঙ্গীতের সুর। বিকেলে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা পার্লামেন্ট হাউজে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//youtu.be/Ubaw3TFsl1s


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  NDTV
#News #KingCharles #PrinceCharles #King #Royal #QueenElizabeth #Death

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *