Ukraine Russia war live updates
১৪ হাজার সৈন্য নিহতের দাবি ইউক্রেন সামরিক বাহিনীর 

১৪ হাজার সৈন্য নিহতের দাবি ইউক্রেন সামরিক বাহিনীর 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে প্রথম তিন সপ্তাহে রাশিয়ার ১৪ হাজার ৪০০ সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। স্থানীয় সময় আজ শনিবার সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে এ দাবি করা হয়।

 

 

বিবিসির খবরে বলা হয়, ফেসবুকে ওই পোস্টে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার ১ হাজার ৪৭০টি সাঁজোয়া যান, ৬০টি ট্যাংক, শতাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন।

 

ইউক্রেন সেনাবাহিনীর এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, হামলা শুরুর পর থেকে রাশিয়ার প্রায় ৭ হাজার সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন দেশটির ১৪ থেকে ২১ হাজার সেনা।

 

এর আগে ইউক্রেন বাহিনীর অপর এক ফেসবুক পোস্টে বলা হয়, গোলাবর্ষণে রুশ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নিহত হয়েছেন। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। মর্দভিচেভকে নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করল ইউক্রেন। রাশিয়ার সামরিক বাহিনীর সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অষ্টম সম্মিলিত সশস্ত্র দলের কমান্ডার ছিলেন আন্দ্রেই মর্দভিচেভ।

 

তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ধারণা করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.