Two teenagers died in Padma river in Rajshahi
রাজশাহী পদ্মা নদীতে প্রান গেল ২ কিশোরের 

রাজশাহী পদ্মা নদীতে প্রান গেল ২ কিশোরের 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর ধারায় এ ঘটনা ঘটেছে।

 

দুই কিশোর হলো শাহিল (১৬) ও নীরব (১৫)। তারা কেউ সাঁতার জানত না। তাদের বাড়ি নগরের বড়কুঠি এলাকায়। শাহিলের বাবার নাম সায়েদ ও নীরবের বাবার নাম সারিক। দুজনেই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

 

স্থানীয় এলাকাবাসীরা বলেন, তারা যেখানে ডুবে গেছে সেখান থেকে পদ্মা নদী চর ফেলে অনেকটা দূরে সরে গেছে। শহরের গা ঘেঁষে পদ্মার শুকিয়ে যাওয়া একটি ধারা রয়েছে। কিশোরদের বোটিংয়ের জন্য সিটি কর্পোরেশন ধারাটি সংস্কার করেছে। 

 

বড়কুঠির নিচে বাঁধ দিয়ে তাতে পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জমে থাকা পানি মূলত শহরের বর্জ্য পানি। এই পানিতেই তারা গোসল করতে গিয়েছিল।

 

রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটের সময় তারা খবর পান। দেড় থেকে দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগ থেকে তাদের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদুর রউফ আরও বলেন, তাদের দুজনের একজন পানিতে গোসল করার জন্য নেমেছিল। কিন্তু পানিতে নেমে সে ডুবে যাচ্ছে দেখে আরেকজন তাকে তুলতে নেমেছিল। পরে দুজনই ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের পানিতে হাবুডুবু খেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

 

এ ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.