tribute_to_21th_feb_martyred_uttorbongo_protidin
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন পরিবার

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন পরিবার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী কলেজের শহীদ মিনারে ভাষা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন পরিবার।

 

 

 

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক এম.এ.হাবীব জুয়েল, প্রকাশক ফাহমিদা খান, বার্তা সম্পাদক রমজান আলী, রাজনৈতিক প্রতিবেদক মাহমুদুল হাসান সম্রাট,  মতিহার থানা প্রতিনিধি মেহেদী হাসান অলি, বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম আনোয়ার, সহ সম্পাদক মফিজুল ইসলাম (মুন্না), ষ্টাফ রিপোর্টার শাকিব আল হাসান, জেলা প্রতিনিধি দীন মোহাম্মদ রকি, গোদাগাড়ী প্রতিনিধি বানী ঈসরাইল হিটলারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

 

 

উল্লেখ্য যে,  জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন) দিনটিতে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ রাঙ্গানী ও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে। সেদিন ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.