রাজশাহীতে ৩ নিউজ পোর্টালের মালিক সেই রাব্বানী-এক্সক্লুসিভ
রাজশাহীতে ৩ নিউজ পোর্টালের মালিক সেই রাব্বানী-এক্সক্লুসিভ

রাজশাহীতে ৩ নিউজ পোর্টালের মালিক সেই রাব্বানী-এক্সক্লুসিভ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

দূর্গাপুর প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর মতিহার থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাব্বানীর সহযোগীদের গ্রেপ্তারসহ রাব্বানীর বিরুদ্ধে আরো কঠোর শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন রাজশাহীর দুর্গাপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় বোমারু মাসুদ রানা রাব্বানীর কঠোর শাস্তি দাবি করে বক্তব্য রাখেন দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সহসভাপতি জি এম কিবরিয়া, সাংবাদিক রাসেদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম, সাংবাদিক শাহিন আলম, সহ অনান্য সাংবাদিকরা।

সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন- ২২ সেপ্টেম্বর রাতে রাজশাহী মডেল প্রেসক্লাবে সন্ত্রাসী রাব্বানী ও তার সন্ত্রাসী বাহিনী যে হামলা চালিয়েছে তা অত্যান্ত কস্টকর। উপজেলা সাংবাদিকদের দাবি এই হামলার সাথে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বেরনকরে এমন শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে কোন অপরাধি সাংবাদিকদের উপর কালো নজর রাখার সাহস না পায়।

এ সময় সাংবাদিকরা বলেন- রাজশাহীর মতিহার থানার একজন চিহ্নিত সন্ত্রাসী এই রাব্বানী কিছুদিন যাবত নিজেকে ভুঁইফোঁড় সাংবাদিক পরিচয় দিতে শুরু করেছেন। এই রাব্বানীর বিরুদ্ধে রাসিক মেয়রের গাড়িতে হামলা নিজ বাড়িতে বোমা উদ্ধার সহ ১২ টির উপরে মামলা চলমান রয়েছে। রাজশাহীতে সরকার বিরোধী সকল কাজের সাথে এই রাব্বানীর নাম রয়েছে । এখন নিজেকে সাধু দাবি করে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়েও সন্ত্রসী কর্মকান্ডে সক্রিয় রয়েছে এই রাব্বানী।

উক্ত মানববন্ধনে সাংবাদিকবৃন্দ আরোও জানান- মাসুদ রানা রাব্বানী অবৈধভাবে ৩ টি নিউজ পোর্টাল নামে- বেনামে চালাচ্ছেন। বাংলাদেশ বিটিআরসির ও আন্তর্জাতিক ডোমেইন রেজিস্ট্রি অর্গানাইজেশনের সুত্র মোতাবেক মাসুদ রানা রাব্বানীর নামেই ৩টি নিউজ পোর্টাল মাসুদ রানা রাব্বানী অনলাইন থেকে নিজ নামেই কিনেছেন বলে প্রমানও পাওয়া গেছে।

মূলত সন্ত্রসী মাসুদ রানা রাব্বানী rajshahirsomoy.com নিজে নামে, শিরোইল কলোনীর বাসের হেল্পার বিশালের নামে motiharbarta.com এবং আমবাগানের ছিনতাইকারী চক্রের মূল হোতা মামুন ওরফে কাচু ও আরেক সন্ত্রাসী রাজনের মাধ্যমে banglarbibek.com নিউজ পোর্টাল চালিয়ে আসছেন। যা আইনবহির্ভূত কর্মকান্ডের শামিল। এসকল পত্রিকার পৃথক পৃথক ঠিকানা ও পৃথক পৃথক সম্পাদক এবং প্রকাশকের নাম ব্যবহার করা হয়েছে ।

নিম্নে মাসুদ রানা রাব্বানীর নামেই who.is সার্টিফিকেটে ডোমেইনের প্রমান দেয়া হইল-

মূলত মাদকের মোটা চালান রাব্বানীর নিয়ন্ত্রনে থাকার কারনে অল্প সময়ের মধ্যেই নগদ অর্থের মালিক বনেগেছেন এই রাব্বানী। আরএমপি পুলিশ কমিশনারের নিকট সাংবাদিক সমাজের দাবি রাব্বানীর সকল রেকর্ড যাচাই করে তার অপরাধ জগত বন্ধ করে কঠোর থেকে কঠোর তম ব্যবস্থা গ্রহন করা হোক।

এই রাব্বানীর সন্ত্রাসী বাহীনির সকল কে অচিরেই গ্রেপ্তার না করা হলে বৃহত্তর কর্মসুচি দেওয়ার ঘোষনা দেয় সাংবাদিক সমাজ।

যে কোন ওয়েবসাইটের মালিকানা সংক্রান্ত যাচাই করে নিতে পারেন নিম্নের ওয়েবসাইট থেকে  https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//who.is


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.