Rajshahi_Pet_Care
Hrithik and Saif's Vikramvedha trailer released with video

মুক্তি পেল হৃতিক ও সাইফের বিক্রমভেধার ট্রেইলার ভিডিওসহ

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: পুষ্কর-গায়ত্রীর অ্যাকশন-থ্রিলার ‘বিক্রমভেধা’-এর টিজার আজ লঞ্চ করা হয়েছে।বিক্রমভেধার টিজারটি দর্শকদের দেবে একটি আনন্দদায়ক অনুভূতি।অ্যাকশন প্যাকড ভিজ্যুয়াল এবং একটি আকর্ষক গল্প বলা হয়েছে টিজারটি।যেখানে ভেধা চরিত্রে দেখা যাবে অভিনেতা হৃতিক রোশন এবং বিক্রমের চরিত্রে আছেন সাইফ আলীখান।ফিল্মটির ১মিনিট ৪৬সেকেন্ড সময়ের এই ভিজ্যুয়াল টিজারটি বিক্রমভেদের জগতে একটি দর্শকদের মনোরঞ্জন করবে।টিজারটিতে আছে আকর্ষণীয় ব্যাক গ্রাউন্ড মিউজিক।