Rajshahi_won_26_medals_National_Taekwondo
জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহীর ২৬টি পদক অর্জন

জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহীর ২৬টি পদক অর্জন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন (বামাআকফে) কর্তৃক আয়োজিত আত্বরক্ষা তায়কোয়ানদো জাতীয় প্রতিযোগিতা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের গত ১৯ এবং ২০ ফেব্রুয়ারী ২ দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী ২৬টি পদক অর্জন করতে সক্ষম হয়েছে। 

 

 

 

উক্ত তায়কোয়ানদো প্রতিযোগীতায় ২ টি (পুমসে ও কিওরোগী) ইভেন্টে অংশগ্রহন করেন সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা ও বিভাগের প্রায় ২৩৫ জন তায়কোয়ানদো প্রতিযোগী। প্রতিযোগীতা শেষে রাজশাহী ফিরে ২৯ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র -এ এইচ এম খায়রুজ্জামান লিটন (বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য )  সাথে সাক্ষাৎ করে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন টিম । 

 

 

সাক্ষাৎ শেষে রাসিক মেয়র লিটন বলেন, আজ দেশীয় তায়কোয়ানদো প্রতিযোগীতায় আমাদের পদক এসেছে, দোয়াকরি আমাদের রাজশাহী তায়কোয়ানদো একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তলন করবে। 

 

 

রাজশাহীর বিভিন্ন জেলা তায়কোয়ানদো একাডেমিগুলো রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে অংশগ্রহন করেন মোট ২২ জন তায়কোয়ানদো প্রতিযোগী। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর কোচ এর দায়িত্ব পালন করেন-মুমিত হাসান এবং লিয়াকত হোসেন তরফদার । এছাড়াও টিম ম্যানেজার এর দায়িত্ব পালন করেন – আবিদ হাসান।

 

 

মহিলা (জুনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – রুশদানিয়া মানহা(স্বর্ণ পদক), মারিন আশরাফী-(স্বর্ণ পদক), রিফা নাওয়ার- (স্বর্ণ পদক),সারিকাতুল জান্নাত সুফি-(স্বর্ণ পদক),অবন্তিকা সরকার- (রৌপ্য পদক), শাহরিয়া সালমা সাবা- (রৌপ্য পদক), তানহা কাওসার-(রৌপ্য পদক), রুফাইদা আনসারিয়া -(রৌপ্য পদক),মাইশা জামান-(তাম্র পদক), আনিশা মেহজাবিন সোহা-(তাম্র পদক), ফারহিন শাহনেওয়াজ-(তাম্র পদক), অন্তরা ফাইরুজ-(তাম্র পদক), পুরুষ (জুনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – আফিফ আজয়ান- (স্বর্ণ পদক), ফারহান মাহমুদ- (স্বর্ণ পদক),ইবতিয়াজ জামান-(রৌপ্য পদক), সাদমান হক-(তাম্র পদক), তানভির আনাম-(তাম্র পদক), নাফিউর রহমান-(তাম্র পদক),ইয়াশ আব্দুল্লাহ-(তাম্র পদক), মহিলা (সিনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – নওশিন নাওয়ার-(তাম্র পদক) পুরুষ (সিনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – সিদরাতুল মুনতাহা-(রৌপ্য পদক), আলআমিন -(তাম্র পদক)।

 

মহিলা (জুনিয়র) কিওরোগীতে (ফাইট) পদক পেয়েছেন- ২৫ কেজি ওজন বিভাগে সারিকাতুল জান্নাত সুফি-(স্বর্ণ পদক),৪২ কেজি ওজন বিভাগে মারিন আশরাফী-(স্বর্ণ পদক), ৫৫ কেজি ওজন বিভাগে রুফাইদা আনসারিয়া -(স্বর্ণ পদক) , পুরুষ (সিনিয়র) কিওরোগীতে (ফাইট) পদক পেয়েছেন- ৬০ কেজি ওজন বিভাগে সিদরাতুল মুনতাহা-(স্বর্ণ পদক)।

 

স্বর্ণ পদক সংখ্যা- ৯টি, রৌপ্য পদক সংখ্যা- ৭টি ও তাম্র পদক সংখ্যা- ১০ টি – মোট ২৬টি পদক।

 

সার্বিক বিষয়ে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর কোচ ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুমিত হাসান বলেন – প্রতিটি বিদ্যালয়ের প্রত্যকটি ছেলে মেয়েরই তায়কোয়ানদো শেখা প্রয়োজন। এতে যেমন তারা আত্মরক্ষা করতে পারবে, তেমনি তাদের মানসিক-শারীরিক সুস্থতা ও বিকাশ ঘটবে। বিশেষ করে আত্মরক্ষার কৌশল কিশোরীদের করেছে আত্মনির্ভরশীল ও আগামী প্রজন্ম গড়ে উঠছে আত্মবিশ্বাসী হিসেবে। তায়কোয়ানদো কিশোরীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তৃত পরিসরে তায়কোয়ানদো প্রশিক্ষণের জন্য রাজশাহী বিভাগের সকল জেলাতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.