rajshahi_pbi_training_with_judges.jpg
রাজশাহী পিবিআইয়ের উদ্যোগে বিচারকদের নিয়ে ফৌজদারী ভূমি অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী পিবিআইয়ের উদ্যোগে বিচারকদের নিয়ে ফৌজদারী ভূমি অপরাধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন ::  রবিবার (১৯ শে মে ২০২৪) পিবিআই রাজশাহী জেলার পক্ষ থেকে “ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধ সমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

 

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন, রাজশাহী পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) । 

 

ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ মফিজুর রহমান, মাননীয় সিনিয়র রাজশাহী জেলা ও দায়রা জজ । আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফাজ উদ্দিন,  বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, রাজশাহী, মাহাবুব আলম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী ও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান রাসেল, এ্যাডভোকেট, জজ কোর্ট, রাজশাহী। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃসেফাতুল্লাহ, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, জেলা ও দায়রা জজ আদালত , রাজশাহী।

 

এই ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ, রাজশাহী মহোদয় “ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধ সমূহ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল”শীর্ষক করণীয় সম্পর্কে তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনা করেন। 

 

এছাড়াও আলোচক হিসেবে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রাজশাহী মহোদয়  ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধ সমূহ, সম্পর্কে আলোকপাত করেন। ওয়ার্কশপের মূল প্রবন্ধ আলোচক জনাব মোঃ সেফাতুল্লাহ, বিজ্ঞ  সিনিয়র সহকারী জজ, জেলা ও দায়রা জজ আদালত , রাজশাহী ভূমি সংশ্লিষ্ট মামলা তদন্তকালে একজন তদন্তকারী কর্মকর্তা যে আইনী জটিলতার সম্মুখীন হন তার আলোচনায় ব্যাখ্যা মূলক ধারণা পাওয়া যায়। 

 

এছাড়াও তিনি “ফৌজদারী মামলায় ভূমি সংক্রান্ত অপরাধ সমূহ, নথি সনাক্ত করণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল”সম্পর্কে সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায়  বিশদ আলোচনা করেন। ভূমি অপরাধ সমূহ প্রতিরোধকল্পে তাঁদের  দিক নির্দেশনা নিঃসন্দেহে পিবিআই এর প্রত্যেক তদন্তকারী কর্মকর্তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং পিবিআই এর তদন্তের মান বৃদ্ধিতেও সহায়ক হবে বলে কর্তৃপক্ষ মনে করেন। আজকের এই ওয়ার্কশপে পিবিআই রাজশাহী জেলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

 

ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচকবৃন্দ পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং পিবিআই রাজশাহীর ইউনিট ইনচার্জ জনাব মনিরুল ইসলাম, পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই রাজশাহী জেলাকে এমন গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ  আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এরুপ ওয়ার্কশপ অব্যাহত রেখে ভূমি সংশ্লিষ্ট  মামলার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.