জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ওলামা লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ওলামা লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ওলামা লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শহীদ জাতীয় চার নেতার আত্মার রুহের মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিল পালনে রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর কমিটির ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি রাখা হয়।

 

শনিবার( ৩০ অক্টোবর) বাদ মাগরিব নগরভবনে ধর্মীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচএম কামারুজ্জামান হেনাসহ অন্যান্যদের জন্য দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।

 

উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর কমিটির সভাপতি সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল গণির সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এএইচএম আশিকুজ্জামান শাওন।

 

আরোও বক্তব্য দেন-উলামা কল্যাণ পরিষদ সাবেক সভাপতি ও কমিটির সদস্য মাওলানা মো. আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুকাদ্দেসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মো. ওমর ফারুক। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মুফতি মো. শাহাদাত আলী।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াল আলী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. শাহাদত হোসেন, ত্রাণ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক মো.শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মো. শামসুদ্দীন মাজাহেরী, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মো. মোহাররম হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মো. গোলাম নুর, উপ-প্রচার সম্পাদক মাওলানা মো. মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা হোসাইন আহমাদ, দপ্তর সম্পাদক হাফেজ মো. কামাল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাওলানা মো. শামসুল হক, মাওলানা মো. আব্দুস সোবহান, মাওলানা দেলোয়ার হোসেন, সদস্য মাওলানা ক্বারী মামুনুর রশীদ, মাওলানা মো. নাজমুল হুদা, হাফেজ মো. রওফুল ইসলাম রনি, মাওলানা মো. মাজেদুর।

 

সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল গণি।

 

উল্লেখ্য যে, উক্ত উলামা কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.