rajshahi-city-corporation-election-2023-may
রাজশাহীতে কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

রাজশাহীতে কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে দিন গড়ানোর সাথে সাথে নির্বাচনী আমেজও বাড়ছে। প্রার্থীরা এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না করলেও নগরীর পাড়া মহল্লায় চলছে ভোটের গুঞ্জন। একই সাথে চলছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দান। রাসিক নির্বাচনে এবার ৩০ টি ওয়ার্ড থেকে একের অধিক প্রার্থী থাকবে এমনটাও মনে করছেন ভোটাররা। বিগত  নির্বাচনের চেয়ে এবার ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের অনেকটাই ছড়াছড়ি বলাই যায়।

 

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উঠেনি। তবে কাউন্সিলর পদে মনোনয়নপত্র উঠেছে। এদিন সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমাও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।

 

তিনি জানান, আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে কাউন্সিলর পদে সংরক্ষিত আসনে ৩০ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে সংরক্ষিত পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ১২ জন ও সাধারণ পদে ১৮জন। আগে যারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তাদের মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়াজন ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.