prime-minister-seikh-hasina-img-2022
Prime Minister Sheikh Hasina

অন্যায়ের কাছে মাথা নত না করতে অটল প্রধানমন্ত্রী হাসিনা ( ভিডিওসহ )

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  আন্দোলন ও চাপে বাধ্য হয়ে এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয় বলেও জানান তিনি। শনিবার সকালে গণভবনে ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক বাধা পেরিয়ে পদ্মা সেতু করা হয়েছে। জীবনে ভিক্ষার জন্য কারও কাছে কোনদিন মাথানত করিনি। কোন অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা পরিবার থেকেই পেয়েছি।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি যখন কারাগারে ছিলাম তখন আওয়ামী লীগ মাত্র ১৫ দিনের মধ্যে ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করে আমার মুক্তির দাবিতে পাঠায়। আমি মনে করি, আওয়ামী লীগের মতো সংগঠন ছিল বলেই এটা সম্ভব হয়েছিল। এজন্য আওয়ামী লীগের সবাইকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের সংকটে নেতা কর্মীরা সবসময় ঠিক থাকে। এটা আমার বাবার সময়ও দেখেছি এবং আমি নিজেও বারবার এটা দেখছি।

 

 

প্রধানমন্ত্রী আরও বলেন, যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই চিঠির মাধ্যেমে নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছি। জনগণই আওয়ামী লীগের শক্তি। আর জনগণ কখনই বিএনপির শক্তি ছিল না, তাদের জন্মই আজন্ম পাপ বলেও মন্তব্য করেন তিনি।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//youtu.be/bnIljrkE_nw

 

উল্লেখ্য, ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা।


News Source: Ref:  BSS  UP   PNS  BNA  UNB   dbcnews   Google News

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.