mumit_hasan_bright_rajshahi
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন মুমিত হাসান (ব্রাইট)

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক মুমিত হাসান (ব্রাইট)

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ( জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান   রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের   সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন মুমিত হাসান (ব্রাইট)। মুমিত হাসান (ব্রাইট) বিগত ১ যুগ ধরে মার্শাল আর্ট বিষয়ে দেশ ও বিদেশে আমন্ত্রনে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট ও প্রশিক্ষনে অংশ গ্রহন করেছেন। মুমিত হাসান (ব্রাইট) রাজশাহী উপশহর এলাকার বাসিন্দা।

 

 

গেল  ১২ অক্টোবর ২০২৩ ইং- তারিখে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ( জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত ) কর্তৃক রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক ( কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ব্লাক বেল্ট ৩য় ড্যান )- মুমিত হাসান ( ব্রাইট ) এর হাতে নিবন্ধন সনদ প্রদান করেন বামাআকফে এর- সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান উজ জামান মনি এবং উক্ত সনদ পত্রে স্বাক্ষরিত রয়েছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর সভাপতি – বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু ( সংসদ সদস্য ও সভাপতি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী পর্ষদ )।

 

 

 

গনমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর নব নির্বাচিত সাধারন সম্পাদক মুমিত হাসান (ব্রাইট) জানান – মূলত বাবাই আমার মূলত প্রথম অনুপ্রেরণা।  আমার বাবার নাম মোজাফফর হোসেন বুলু।  তিনিও ৩০ বছর যাবৎ মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত আছেন। এছাড়াও মুমিত হাসান (ব্রাইট) এর বোন মারিন আশরাফীও মার্শাল আটের সাথে সম্পৃক্ত। 

 

 

 

এদিকে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সূত্র জানায়,  রাজশাহী বিভাগীয় ৮ টি জেলায় ( রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ) যারা কোরিয়ান মার্শাল আট তায়কোয়ানদো (কুক্কিয়ন) অন্তর্ভুক্ত   প্রতিষ্ঠান গুলি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন কর্তৃক তায়কোয়ানদো ( কুক্কিয়ন ) ক্রীড়া বিষয়ে বিভিন্ন সহযোগীতা ভোগ করতে পারবেন ।

 

mumit_hasan_bright_rajshahi
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন মুমিত হাসান (ব্রাইট)

 

উল্লেক্ষ্য যে, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনটি শুধুমাত্র ওয়াল্ড তায়কোয়ানদো ফেডারেশন এর কুক্কিয়ন স্টাইল নিয়ে প্রশিক্ষন প্রদান করে। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.