a-h-m-Khairuzzaman-liton
রাজশাহীতে নৌকার মাঝি হিসেবে 'লিটনের বিকল্প লিটন'

রাজশাহীতে নৌকার মাঝি হিসেবে ‘লিটনের বিকল্প লিটন’

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশনের  নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খায়রুজ্জামান লিটনকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

 

 

এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। প্রার্থী হিসেবে লিটনের বাইরে কাওকে ভাবার কোন সুযোগ নেই। তবে 

 

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘রাজশাহী সিটিতে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চেয়ে যোগ্য প্রার্থী হয় না। তার বিকল্প হিসেবে আমরা কাউকে ভাবছি না। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আরও ৫টা  বছর তার মেয়র থাকা প্রয়োজন।’ তবে জনমত যাচাই করতে বিএনপিকেও নির্বাচনে আসার আহবান জানিয়েছেন মেয়র লিটন। এটা রাজনৈতিক শিষ্টাচার। 

Rajshahi-city-corporation-mayor
বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক খায়রুজ্জামান লিটনকে রাসিক নির্বাচনে মেয়র পদে মনোনীত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র লিটন

 

 

অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটন অংশ নেবেন নাকি রাজশাহীর কোনো একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন, তা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছিল। খায়রুজ্জামান লিটন  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার পরে অনেকেই ধারণা করছিলেন, খায়রুজ্জামান লিটন জাতীয় সংসদ নির্বাচন করবেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হলে পুরো রাজশাহী জেলার উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন। আবার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষকদের  মতামত ছিল, রাজশাহী সিটিকে মেয়র লিটন যে জায়গায় নিয়ে গেছেন, সেখানে তাঁর কোনো বিকল্প নেই। বিধায় রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন অব্যাহত রাখতে লিটনের ভূমিকা অত্যাবশ্যক। 

 

 

 

তবে রাজশাহী তৃনমুল আওয়ামীলীগের নেতা কর্মীরা বলেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে লিটনকে পূনরায় নৌকার মাঝি করায় কারোও কারোও আশা ভঙ্গের কারন হয়েছেন মেয়র লিটন। কেননা হাতে গনা ২/১ জন ব্যাক্তি মনোনয়ন তুলা নিয়ে সমালোচনার মূখে পড়েছেন মনোনয়ন উত্তোলনকারী ২/১ জন নেতা। তবে আওয়ামীলীগ যে কোন রাজশাহী  পথভ্রষ্ট নেতাকে মেয়র হিসেবে মনোনয়ন দেবেনা এটা অনেক আগেই রাজশাহীতে অনুষ্ঠিত গত ২৯ জানুয়ারীর এক জনসভায় সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

 

 

তবে এতে ঐ সকল নেতাদের  মুখ গোমড়া হয়েছে এতে বিন্দু সন্দেহ নেই। কারন রাজশাহীতে অনুষ্ঠিত উক্ত  জনসভায় দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়ে দিয়েছিলেন – কোন ভূমিদস্যু, ঋণখেলাপী, চরিত্রহীন, টেন্ডারবাজ কিংবা রাজাকারের উত্তরসূরীদের জায়গা আওয়ামীলীগে কোন দিন ছিলনা এবং ভবিষ্যতেও হবেনা।


Uttorbongo Protidin || 24x7upnews.com
mj/2023/up

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.