Joe-Biden concerns over China's aggressive behavior towards Taiwan
তাইওয়ান নিয়ে চীনের আগ্রাসী আচরণে জো-বাইডেনের উদ্বেগ

তাইওয়ান নিয়ে চীনের আগ্রাসী আচরণে জো-বাইডেনের উদ্বেগ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: চীনের প্রেসিডেন্টের সাথে জি-২০ সম্মেলনের ফাঁকে আলাপে কখনো পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

সোমবার একথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ।  

 

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি না দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে তারা।

 

এই আলাপে বাইডেন তাইওয়ান ইস্যুতে চীনের আগ্রাসী আচরণের বিরোধিতাও করেছেন। বাইডেনের দাবি চীনের এমন আচরণে শান্তি প্রক্রিয়া ঝুঁকিতে পড়েছে।  

 

এসময় উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উদ্বেগের কথা জিনপিংকে জানান বাইডেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.