নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: চীনের প্রেসিডেন্টের সাথে জি-২০ সম্মেলনের ফাঁকে আলাপে কখনো পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার একথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি না দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে তারা।
এই আলাপে বাইডেন তাইওয়ান ইস্যুতে চীনের আগ্রাসী আচরণের বিরোধিতাও করেছেন। বাইডেনের দাবি চীনের এমন আচরণে শান্তি প্রক্রিয়া ঝুঁকিতে পড়েছে।
এসময় উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উদ্বেগের কথা জিনপিংকে জানান বাইডেন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com