জেলহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ
জেলহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ Uttorbongo Protidin — 24x7upnews.com

জেলহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: শোকাবহ জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দিনভর রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসব কর্মসূচীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, আওয়ামী লীগ নেতা আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনটি পালন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনে আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়। সন্ধ্যায় নগরীর ৪০টি স্থানে প্রদর্শন করা হয় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র।

 

এর আগে সকাল ১০ টার দিকে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে কুরআন খানী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় রাজশাহী উপশহরস্থ রাসিক মেয়রের নিজ বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গনী।

বক্তব্য দেন রাসিক মেয়র মহোদয়ের জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া।

স্বাগত বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক। আরো বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন, শহিদুল ইসলাম, মুফতি ইয়াকুব আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহদাত আলী।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.