gold_cow_smuggling_in_rajshahi_city
স্বর্ন পাচারেও নেমেছে রাজশাহী মতিহারের ভারতীয় চোরাই গরু সিন্ডিকেট

স্বর্ন পাচারেও নেমেছে রাজশাহী মতিহারের ভারতীয় চোরাই গরু সিন্ডিকেট

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: দেশিয় গরু ও গরুর মাংসের দাম চড়া হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এ সুযোগকে কাজে লাগিয়ে চোরাইপথে আমদানি করছে ভারতীয় গরু,গরুর মাংস ও পাচার করছে সোনাও ।

 

 

সম্প্রতি রাজশাহী মহানগরীতে এমনই একটি চোরাই সিন্ডিকেটের সন্ধান পাওয়ার পর স্থানীয়, জাতীয় ও বিভিন্ন নিউজপোর্টালে সংবাদটি প্রকাশ হয়। ইতিপূর্বে প্রকাশিত সংবাদের লিংকসমূহ উক্ত সংবাদের শেষে  দেয়া হলো।

 

 

তবে এই তথ্য নিশ্চিত যে, এ সকল সিন্ডিকেটের সকল সদস্যই রাজশাহী মতিহার থানা এলাকার। এর মধ্যে অন্যতম জিনা, যার পিতার নাম :বাক্কার, ঠিকানা: :বটতলা ডাঁসমারী,মতিহার, রাজশাহী।

 

 

কিন্তু সম্প্রতি এই সকল ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের সদস্য জিনা ও জার্মান জড়িয়ে পড়েছে সোনা চোরাচালান ব্যবসায়। বিষয়টা অনেকটা এমন ‘যাচ্ছে সোনা আসছে গরু’। এ বিষয়ে রাজশাহী মতিহার থানাধীন চর খানপুর  এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে আরও বিস্তর তথ্য। 

 

গরু ও স্বর্ন চোরাচালান নিয়ে খানপুর চরের স্থানীয়রা যা বলছেন

রাজশাহীর একটি দুর্গম অঞ্চল চর খানপুর। পদ্মা নদীর একটি চর এটি। ভারতের সীমান্ত ঘেঁষা চরটিতে বসবাস করেন প্রায় ২ হাজার মানুষ। জীবন-জীবিকার জন্য এখানকার বাসিন্দাদের অনেকটাই রাজশাহী শহরের ওপর নির্ভর করতে হয়।  আর এখানকার যাতায়াতের ব্যবস্থা একমাত্র নদী পথ। আর এই নদী পথ দিয়েই গরু, মাদক ও সোনা চোরাচালান শুরু করেছে মতিহার এলাকার একটি চক্র বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

 

অনুসন্ধানের স্বার্থে সরেজমিন রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন চর খানপুর এলাকায় গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রহমান অভিযোগ করে জানান – মতিহার অঞ্চলের কয়েকজন ব্যাক্তি মিলে একটি ভারতীয় চোরাই গরুর সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের কারনে স্থানীয় মানুষদেরও হয়রানীর শিকার হতে হচ্ছে। মাঝে মধ্যে তাদের কারনে বিজিবি,পুলিশ আমাদেরও জিজ্ঞাসাবাদ করছে। তবে ভারতীয় চোরাই গরুর এই সিন্ডিকেট কিছুদিন ধরে স্বর্ন চোরাচালানেও জড়িয়েছে বলে শুনেছি। আর এই সিন্ডিকেটের পরিচালনাকারী জিনা নামের ১ জন সদস্য সক্রিয় ভূমিকা রেখে চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য মাঝে মধ্যেই এদের খোঁজ খবর নেয়ার জন্য চর খানপুর এলাকায় অবস্থান করে।

 

অন্যদিকে ১৯৬৭ সাল থেকে চরটিতে বসবাস করা কৃষক রজত আলীও অভিযোগ করে বলেন, ভারতীয় চোরাই গরুর সিন্ডিকেটের কারনে বিজিবির সদস্যরা প্রায় অভিযান চালিয়েও তাদের ধরতে পারছেননা। কখনও তারা গরু পাচার করছে আবার কখনোও সোনাও পাচার করছে ফলে স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সন্ধ্যা নামলেই এই সিন্ডিকেটের সদস্যরা মতিহার থেকে এসে ঝোপ জঙ্গলে অবস্থান নেয়। ফলে আমরা যারা স্থানীয় বাসিন্দা আছি তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 

 

রইসউদ্দিন নামে চরের আর এক বাসিন্দা বলেন, বিভিন্ন প্রয়োজনে আমাদের রাজশাহী যেতে হয়। এমনকি রাত বিরাতে চিকিৎসার জন্য ১৭ কিলোমিটারের মতো নদী পথ পাড়ি দিয়েই রাজশাহী শহরে যেতে হয় । কিন্তু এ পথ পাড়ি দিতে গেলেই আমাদের বিভিন্ন তল্লাশীর সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় চোরাই গরু ও সোনা পাচার কারবারিদের  সিন্ডিকেটের কারনে। আর সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হচ্ছেন জিনা, মাদক সম্রাট রবিউল, জারমান, রশিদ, শাহীন আলীসহ আরোও অনেকে। আমরা মনে এদের দ্রুত আইনের আওতায় আনা উচিৎ। 

 

 

তবে সার্বিক বিষয়ে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি) ও রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান – দীর্ঘদিন ধরে মতিহারের একটি সিন্ডিকেট ভারতীয় চোরাই গরু ও স্বর্ন চোরাচালানের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলে আমরা শুনেছি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। চোরাকারবারের সাথেই যারা জড়িত আছে আমরা অবশ্যই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

 

 

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিটিএসবির  (রাজশাহী সিটি স্পেশাল ব্রাঞ্চ) এক কর্মকর্তা জানান – যারা চোরাকারবারী তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের লক্ষ লক্ষ্য টাকাও হুন্ডির মাধ্যমে পাচার করছে।  যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

ইতিপূর্বে প্রকাশিত সংবাদের লিংকসমূহ দেখুন

রাজশাহীতে ধরাছোঁয়ার বাইরে ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মতি ও জার্মান গ্যাং : দৈনিক দেশের সংবাদ

https://deshersangbad.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87/?amp=1

রাজশাহীতে ধরাছোঁয়ার বাইরে ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মতি ও জার্মান গ্যাং : ডেইলি ঢাকা প্রেস

https://dailydhakapress.com/archives/11747

রাজশাহী মতিহারের ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মূল হোতা কে এই মতি ! দৈনিক সবুজ নগর

https://sobujnagar.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/

রাজশাহীতে ধরাছোঁয়ার বাইরে ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মতি ও জার্মান গ্যাং : দৈনিক নববার্তা https://dailynobobarta.com/news/7598/

রাজশাহীয়ে ধরাছোঁয়ার বাইরে ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মতি ও জার্মান গ্যাং : একুশে ৭১

https://ekushey71.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/

রাজশাহী মতিহারের ভারতীয় চোরাই গরু সিন্ডিকেটের মূল হোতা কে এই মতি? : উত্তরবঙ্গ প্রতিদিন 

https://uttorbongoprotidin.com/cow_syndicate_godfather_moti/


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.