uno-in-durgapur-in-rajshahi
রাজশাহীতে দুর্গাপুরে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি

রাজশাহীতে দুর্গাপুরে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ‘ক্লোন’ করা মোবাইল নম্বর দিয়ে ফোন করে এক কাউন্সিল থেকে টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণকে প্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম জানান। গ্রেপ্তার রাকিবুল ইসলাম (২২) কালিগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে।

ইফতেখায়ের আলম জানান, গত ১৭ জুলাই ইউএনও মো. সোহেল রানার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরকে কল করেন রাকিবুল। সরকারি কাজ দেওয়ার কথা বলে ওই কাউন্সিলরের কাছ থেকে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর মাধ্যমে ২৮ হাজার টাকা নেন তিনি। বিষয়টি ইউএনও জানতে পেরে পুলিশকে জানালে রাজশাহী জেলা পুলিশের একটি দল মাঠে নামে।

 

 

“পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং ‘নগদ’ এর লিগ্যাল উইংয়ের তথ্যে রাকিবুলকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়।” পুলিশের ওই কর্মকর্তা জানান, একই অপরাধে রাকিবুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। নতুন করে তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

রাজশাহী দুর্গাপুর থানার ওসি নাজমুল হক উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, ইউএনওর মামলায় রাকিবুলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠায় আদালত।


News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  dbcnews ।  Google News।  Yahoo news ।  Bing news  । imdb

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.