Do you know why the world's most expensive brand of Android phones use Sony camera?
জানেন কি বিশ্বের দামী ব্র‍্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনগুলো কেন সনি ক্যামেরা ব্যবহার করে?

জানেন কি বিশ্বের দামী ব্র‍্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনগুলো কেন সনি ক্যামেরা ব্যবহার করে?

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

টেক নিউজ, উত্তরবঙ্গ প্রতিদিন :: হ্যাঁ পাঠক সত্যি শুনছেন। অপ্রিয় হলেও সত্য শাওমি, রিয়েলমি, স্যামসাং, টেকনো এবং আইফোন সনি ক্যামেরা সেন্সর ব্যবহার করে। উন্নত প্রযুক্তির প্রতিটি মোবাইল ফোনেই ব্যবহার করা হয় সনি ক্যামেরা সেন্সর। বিশ্বের ১৬১টি দামী মোবাইল গুলোতে ব্যবহার করা হয়েছে Sony Camera Sensor. নিম্নে ১৬১টি এন্ড্রয়েড ফোনের মধ্যে কয়েকটি এন্ড্রয়েড ফোনের তালিকা দেয়া হল যেগুলোতে  Sony IMX686 ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Sony IMX686 Camera Android Mobile List 

Xiaomi Mi 10T 5G

Samsung Galaxy F62

Poco F3 GT

Realme X7 Max

Realme 8 

Samsung Galaxy M31s

Asus Zenfone 8Z

Asus ROG Phone 5

Vivo X30 Pro

Redmi K30

Poco X2

Realme X7 Pro

Realme GT 5G

Realme GT Neo 2

Tecno CamOn 12

Tecno CamOn 15 pro

Tecno CamOn 16 pro

Tecno CamOn 17pro

Tecno CamOn 18 Primier

Tecno Panthom X

Oppo Reno5 5G

Vivo x30 pro5g

Huawei Nova 7 Pro

 

Sony IMX686
Sony IMX686

শুধু তাই নয় খোদ আইফোন ১৩ ( I phone 13) মাল্টিপল Sony IMX686 ক্যামেরা সেন্সর ব্যবহার করতে বাধ্য হয়েছে। বলা চলে ক্যামেরা জগতে সনি এক বিস্ময়ের নাম। কিছু ফটোগ্রাফি আছে যেগুলো সনি সেন্সাস ছাড়া তোলা অসম্ভব। 

 

এবার দেখে নেয়া যাক Sony IMX686 camera সেন্সরে কি আছে 

 

Sony IMX686    Camera Sensor

 

Resolution    64MP

Pixel Size:     0.8um to 1.6um (tetracell)

Interface:  MIPI 4 Lane RAW

Auto Focus: PDAF    Super-PD

Frame Rate: 4K@60fps

 

এবার এই ওয়েবসাইট থেকে দেখে নিন Sony Camera Sensor যে ১৬১টি দামী মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে তার তালিকা।

 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.kimovil.com/en/list-smartphones-by-lens-model/sony-imx686-exmor-rs

 

কি আছে সনি ক্যামেরা সেন্সরে? 

জনপ্রিয় ক্যামেরা সেন্সর নির্মাতা হল Sony (সোনি)। পরিচিত প্রায় সমস্ত ব্র্যান্ডের ফোনেই এই সংস্থাটির ক্যামেরা সেন্সর ব্যবহার হতে দেখা যায় সেক্ষেত্রে নিজেদের ব্র্যান্ডকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মার্কেটে নিজেদের জায়গা আরও শক্তপোক্ত করতে সংস্থাটি একটি নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে। সম্প্রতি IEEE International Electron Devices Meeting-এ Sony স্মার্টফোন ক্যামেরা টেকনোলজির ক্ষেত্রে একটি লেটেস্ট উদ্ভাবনের বাজারে ছেড়েছে। জাপানি সংস্থাটি বিশ্বের প্রথম বহুস্তরীয় (multi-layered) CMOS (কম্প্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা সিএমওএস) ইমেজ সেন্সরের ওপর থেকে পর্দা সরিয়েছে, যা একটি দ্বিস্তরীয় (2-layer) ট্রানজিস্টর পিক্সেল সহ ব্যবহৃত হচ্ছে  পিডিএএফ( PDAF camera) ক্যামেরা হিসেবে। এছাড়াও শিঘ্রই 3D camera’র নতুন প্রযুক্তি লঞ্চ করবে এই সংস্থাটি। 

 

টেকনোলজি একটি সেন্সরের পিক্সেলগুলিকে তার বর্তমান কর্মক্ষমতা ধরে রাখতে বা বাড়াতে সহায়তা করবে, যা ছোটো পিক্সেল আকারেও কাজ করতে সক্ষম  এবং Sony-র মতে, এই প্রযুক্তিটি হাই রেজোলিউশন এবং ছোটো পিক্সেলযুক্ত স্মার্টফোন ক্যামেরার মূল চাবিকাঠি। 

 

অতএব বলাবাহুল্য Sony Camera ছাড়া  আধুনিক প্রযুক্তির ক্যামেরা অনেকটাই দু:সাধ্য ব্যাপার দাঁড়িয়ে যেত।


International  News Source & Ref : CNN  BBC GSM ARENA।  AL-Jazira AP NY TIMES

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//wp.me/pbH2Ba-oJ6

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.