উত্তরবঙ্গ প্রতিদিনে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এড. শাহীন আল মামুন বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: উত্তরবঙ্গের প্রান কেন্দ্র শিক্ষা নগরী রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারন সম্পাদক জনাব শাহীন আল মামুন ( বিদ্যুৎ) এবং ষ্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল আলী ড্যানো।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বাইডেন প্রশাসন
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপচার্য ড. গোলাম সাব্বির সাত্তার।
রাজশাহী বিশ্বদ্যিালয়ের উপচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, কালের কণ্ঠ পরিবারের সকলের প্রতি আমার শুভেচ্ছা। আমরা লক্ষ্য করছি- কালের কণ্ঠ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যমে বাংলাদেশের মিডিয়া জগতে আসন করে নিয়েছে। কালের কণ্ঠের কাছে আমার প্রত্যাশা থাকবে দেশে অনেক ধরনের খবর প্রচারিত হয়। অনেক সময় মূল খবরগুলো আমরা আড়াল করে নেতিবাচক খবরের দিকে যায়।
আমরা যদি গভীর ভাবে লক্ষ্য করে বর্তমানে দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। সেই খবরগুলো কালের কণ্ঠ আরো ভালোভাবে প্রকাশ করে। এছাড়া যত্নসহকারে বাংলাদেশের অর্জনগুলো প্রকাশ করবে এটি কালের কন্ঠের যুগপূর্তিতে আমার প্রত্যাশা।
উক্ত অনুষ্ঠানে অনান্য অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ পত্রিকা তার ব্যস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তার প্রকৃত ধারা বজায় রাখবে। শুধুমাত্র নেতিবাচক সংবাদ নয় ইতিবাচক সংবাদ প্রকাশের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের উন্নয়ন এবং বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও জোর দেন তিনি।
তিনি প্রত্যাশা করেন, কালের কণ্ঠ নতুন সময়ের সংবাদপত্র হয়ে উঠবে।
হাইতিতে ২ সাংবাদিককে জীবন্ত পুড়িয়ে হত্যা
রাজশাহীতে শত মামলার নিস্পত্তি ঘটলো ব্লাষ্টের সহযোগিতায়
নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: অসচ্ছলদের বিনামূল্যে আইন সহায়তা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রজশাহীতে এক বছরে ১০৩টি মামলার নিষ্পত্তি করেছে।
একই সময় পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন মামলায় ২৩ লাখ ৬৬ হাজার টাকা আদায় করেছে। যা সরকারিভাবে আদালতের মাধ্যমে এক বছরে আদায় করা অর্থেরও অনেক বেশি।ব্লাস্ট সূত্র জানায় কোভিড পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় সাতমাস বন্ধ ছিল। লকডাউন উঠে যাওয়ার পর মাত্র পাঁচ মাস কার্যক্রম চলেছে।