BNP-police clash escalates in Habiganj, 30 injured including police
হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ তুঙ্গে, পুলিশসহ আহত ৩০

হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::

সিলেট বিভাগীয় সমাবেশের তিন দিন আগে হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন। গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

 

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি. কে গউছ বলেন, ‘সিলেট বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার বিষয়ে লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়।

 

‘আমাদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’

 

তিনি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

ওসি নুনু মিয়া বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা লাখাইয়ের বামৈ বাজারে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদেরকে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

‘আত্মরক্ষায় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।’ তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত পুলিশ সদস্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *