Bangladesh-Police-Headquarters.jpg
যে কারনে ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৫০০ কোটি টাকা চায় বাংলাদেশ পুলিশ

যে কারনে ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৫০০ কোটি টাকা চায় বাংলাদেশ পুলিশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ বরাদ্দের প্রস্তাব ১০০০ হাজার কোটি টাকা থেকে সংশোধন করে পুলিশ এবার ৫০০ কোটি টাকা চেয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

 

 

অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই-বাছাই করছে। কত বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।  পুলিশের সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে সরকারবিরোধী দলগুলোর আন্দোলন আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে ক্ষেত্রে নাশকতা ও সহিংতাও বাড়তে পারে বলে তারা মনে করছে।

 

বরাদ্দ বিষয়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, মাস তিনেক আগে নির্বাচনে খরচের জন্য একটি বাজেট চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন ও নির্বাচন-পূর্ববর্তী আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য দাঙ্গা দমনসামগ্রী ও অপারেশনালসামগ্রী সংযুক্ত না হলে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া কঠিন হবে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তাও বিঘ্নিত হবে। সামনের দিনগুলোতে আন্দোলন হবে। সরকার বিরোধীরা বড় ধরনের নাশকতাও চালাতে পারে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

 

 

 

ওই কর্মকর্তা আরও বলেন, দিন যতই যাচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আর এ কারণে যানবাহন ও নিরাপত্তা সরঞ্জামাদি কেনা জরুরি হয়ে পড়েছে। এমনিতেই পুলিশের যানবাহনের সংখ্যা তুলনামূলক অনেক কম। গুলি, রাবার বুলেট, টিয়ার সেলসহ অন্যান্য সরঞ্জাম আরও লাগবে। ল এ অবস্থায় নতুন করে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে পুলিশ সদর দপ্তর। নতুন করে যে ৫০০ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে সে বিষয়ে পুুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, ‘আশা করি সরকার ইতিবাচক হিসেবে দেখবে বিষয়টি। আমরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়য়ে যোগাযোগ রাখছি। তারাও বিষয়টি ইতিবাচক ভাবেই নিয়েছে বলে আমাদের জানানো হয়েছে।’

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ অর্থ বছরে পুলিশের জন্য ১ হাজার ১৭টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলই আছে ৬৬৫টি। বর্তমানে ১১ হাজার ৯২৩টি যানবাহন আছে পুলিশের। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৬ হাজার ৪৪৫। বাকি ৫ হাজার ৪৭৮টি অন্যান্য যানবাহন। এ দিয়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। জনবলের তুলনায় এখনো ৪ হাজার ৫২৯টি যানবাহনের ঘাটতি আছে।

 

দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জানমাল, সরকারি সম্পত্তি, ভিভিআইপি, ডিআইপি ডিউটি পালন, আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিত করে আসছে। নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম সীমিত করার কোনো সুযোগও নেই। 

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.