Ahle_Hadith_Andolon_Bangladesh_Tablig
আহলে হাদীসের উদ্যোগে রাজশাহীতে ২২ ও ২৩ ফেব্রুয়ারি তাবলীগী ইজতেমা শুরু 

আহলে হাদীসের উদ্যোগে রাজশাহীতে ২২ ও ২৩ ফেব্রুয়ারি তাবলীগী ইজতেমা শুরু 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন ::  ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা আগামী ২২ ও ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার নিকটবর্তী ময়দানে অনুষ্ঠিত হতে হবে । 

 

 

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত ইজতেমায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম।প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দ্বীন-দরদী মুসলিম ভাই-বোনের সমাবেশ ঘটবে ইজতেমায়। 

 

১ম দিন বৃহস্পতিবার বিকাল ৪-ঘটিকার সময় শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে ইজতেমার কার্যক্রম চলবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে এলইডি মনিটরের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় খাবার হোটেল ও জরূরী চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে ইজতেমার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

এই ইজতেমার শুরু থেকে শেষ অবধি পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ থেকেই বক্তব্য পেশ করা হবে। যেন শ্রোতারা আল্লাহ প্রেরিত অহীর বিধান অনুযায়ী নিজেদের আমলী জিন্দেগী সমৃদ্ধ করতে পারেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র আল্লাহ প্রেরিত অহির আলোকে পরিচালনার উদাত্ত আহবান জানানো হয়েছে এই তাবলীগী ইজতেমায়। ইজতেমার মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ মোতাবেক জীবন পরিচালনার একক প্লাটফর্মে সমবেত হয়ে বৃহত্তর মুসলিম সমাজ গঠনের আহবান জানানো হয়েছে। 

 

ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন – জাতীয় পর্যায়ে বিশুদ্ধ দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দেওয়ার জন্য ১৯৯১ সাল থেকে নিয়মিত বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। আক্বীদা ও আমল সংশোধনে দেশ সেরা বিদ্বানদের বিষয়ভিত্তিক বক্তৃতা উপস্থিত শ্রোতাদের জন্য বিশুদ্ধ জ্ঞানের খোরাক হিসাবে কাজ করে। শানিত হয় তাদের ঈমানী চেতনা। ফিরে যান নিজেদেরকে পরিশুদ্ধ করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.