জেল হত্যা দিবস পালন উপলক্ষে রাসিকের প্রস্তুতি সভা সম্পন্ন
জেল হত্যা দিবস পালন উপলক্ষে রাসিকের প্রস্তুতি সভা সম্পন্ন

জেল হত্যা দিবস পালন উপলক্ষে রাসিকের প্রস্তুতি সভা সম্পন্ন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: আগামী ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় নগরভবন হতে শোকর‌্যালী বের হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত।

সকাল ১১টায় জেল হত্যা দিবস উপলক্ষে এ্যানেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুরে শহীদ কামারুজ্জামান চত্বরসহ ২টি মাদ্রাসায় খাবার বিতরণ, বাদ জোহর নগরীর সকল মসজিদসহ নগরভবন মসজিদ ও সোনাদিঘী মসজিদে দোয়া মাহফিল, নগর ভবনে কোরআন খানি, রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।

 

প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে ভাষণ প্রচার, শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শন, সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর কর্মময় জীবন নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন সড়কে কালো পতাকা প্রদর্শন ও নগরীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ওভারহেড ব্যানার টাঙানো ও নগর ভবনে ড্রপ ডাউন ব্যানারো টাঙানো হবে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

 

আরোও উপস্থিত ছিলেন মেয়রে‘র ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, উপসচিব তৈমুর হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।


Ref: Rcc


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.