Rajshahi-District-and-Magistrate-Court
রাজশাহী মহানগর ও জেলা জজ আদালত

রাজশাহীর আদালতে ৩৭ শিশু প্রবেশনে মুক্ত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে ভালো কাজ করাসহ ১০টি শর্তে ৩০টি মামলায় ৩৭ জন শিশুকে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। গেল মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ আদেশ দেন। প্রবেশনে মুক্তি পাওয়া শিশুরা নিজ নিজ বাড়িতে রাজশাহী জেলা প্রবেশন কর্মকর্তার তদারকিতে থাকবেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তবে উল্লেখ থাকে যে, প্রবেশনের শর্ত পূরণ না হলে এবং কর্মকর্তার প্রতিবেদন সন্তোষজনক না হলে তাদের মামলার নির্ধারিত সাজা ভোগ করতে হবে। রাজশাহীর আদালতে আগেও এ ধরনের ব্যতিক্রমী আদেশ দেয়া হলেও একসাথে এত বেশিজনকে এবারই প্রথম এ ধরনের সুবিধা দেয়া হলো বলে আদালত সূত্রে জানা গেছে।

 

 

 

এদিকে রাজশাহী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা আরো জানান, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। সারা দেশেই এখন এ ধরনের প্রবেশন হচ্ছে। রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, পবা ও মোহনপুর উপজেলায় ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ৩০টি মামলা হয়। মামলার মোট ৩৭ শিশু আসামির মধ্যে রায় ঘোষণাকালে আদালতে ২৬ জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৫ জন ছেলে ও একজন মেয়ে। মাদকদ্রব্য বহন, মারামারি, যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টাসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা রয়েছে এদের বিরুদ্ধে। রায় ঘোষণাকালে ১১ জন অনুপস্থিত থাকলেও আদেশ সবার জন্য প্রযোজ্য হবে।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা আরোও বলেন, সবার জীবনেই এটি প্রথম মামলা ছিল। আর কোনো দিন অপরাধে জড়াবে না শপথ পাঠসহ, ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত। রায় কার্যকরের এ বিষয়টি সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তাকে দেখভাল করতে বলা হয়েছে। শিশুরা আগামী ছয় মাস তার পর্যবেক্ষণে থাকবে। প্রবেশন কর্মকর্তা দু‘মাস পর পর আদালতে প্রতিবেদন দেবেন। আগামী বছরের ১৫ মে শিশুরা আদালতে হাজির হবে। ওইদিন প্রবেশন কর্মকর্তার প্রতিবেদন দেখে আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবেন।

 

রাজশাহী সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা মতিনুর রহমান গণমাধ্যমকে জানান, সাজা না দিয়ে বিকল্প পন্থায় এসব শিশুদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত একটি ভালো আদেশ দিয়েছেন।

 

আদালত বলেছে, শিশুরা ভালোভাবে চলাফেরার পাশাপাশি দুটি করে ভালো কাজও করবে। কে কোন ভালো কাজ দুটি করবে তা ওই শিশুদের অপরাধের ধরন দেখে ঠিক করে দেয়া হবে বলেও আদেশে জানানো হয়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.