2-kidnapped-children-rescued-in-rajshahi
রাজশাহীতে অপহরণের শিকার ২ শিশু উদ্ধার

রাজশাহীতে অপহরণের শিকার ২ শিশু উদ্ধার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার অপহরণকারীকে আটক করেছে। এ সময় অপরহণ কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও শিশুদের খেলনাসহ ভুটভুটি উদ্ধার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর দাড়ার ধারের শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম (২৬), মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম (২৬), সাইদুল ইসলামের ছেলে মো: শাকিল (২৩) ও একই এলাকার ফকিরপাড়ার জাক্কার আলীর ছেলে মোখলেছুর রহমান (২৬)।

 

 

আরএমপি পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার মনিরুল ইসলামের খেলনার দোকান থেকে বাচ্চাদের খেলনা নিয়ে জসিম (১৩) ও মারুফ (১২) নামের দুই শিশু রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। বৃহস্পতিবার তারা খেলনা নিয়ে চন্দ্রিমা থানার মুশরইল মানিক শাহ মাজার এলাকার ওরশের মেলায় খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিল। দুপুর ২টার দিকে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া সিটি হাট মোড়ে তারা পৌঁছলে ৪টি মোটরসাইকেল ৭-৮ জন অপহরণকারী তাদের পথরোধ করে জোরপূর্বক ভুটভুটিসহ তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর শিশু জসিমের মোবাইল ফোন থেকে দোকানের মালিক মনিরুলের মোবাইল ফোনে অপহরণের কথা জানায়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা চাঁদা দাবী করে এবং টাকা নিয়ে সিটি হাট মোড়ে আসতে বলে।তাদের কথামত মনিরুল ইসলাম সিটিহাট মোড়ে এসে শিশু জসিমের মোবাইল ফোনে কল করলে অপহরণকারীরা মনিরুলকে খড়খড়ি যেতে বলে। মনিরুল খড়খড়িতে গেলে আবার তাকে রামচন্দ্রপুরে যেতে বলে। এইভাবে তারা বারবার তাদের স্থান পরিবর্তন করতে থাকে। মনিরুল ইসলামের এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী  শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।

 

 

এরপর পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেফতারসহ শিশু ২দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় শাহমখদুম থানা পুলিশের দলটি পবা থানার ভালাম (ভবানীপুর) গ্রামে মতি ভিলায় অভিযান চালায়। সেখান থেকে চার অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত শিশু জসিম ও মারুফকে উদ্ধার করা হয়। এসময় অপরহণের কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও শিশুদের খেলনাসহ ভুটভুটি উদ্ধার হয়। এ ঘটনায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.