১৪ মাসে রাজশাহীতে ১৭৭ নারী নির্যাতনের শিকার:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ পালিত হচ্ছে। আর এই নারী দিবস উপলক্ষে রাজশাহীতে গত ১৪ মাসে ঘটে যাওয়া ১৭৭ টি নারী নির্যাতনের চিত্র তুলে ধরেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে এসিডি-এর ‘রিসার্চ, ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন’ ইউনিট থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজশাহী জেলাতেই ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ মাসে ১৭৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা ১২টি, হত্যার চেষ্টা ২৬টি, রহস্যজনক মৃত্যু ৫টি, ধর্ষণ ১৩টি, ধর্ষণের চেষ্টা ৪টি, আত্মহত্যা ২৮টি, আত্মহত্যার চেষ্টা ৮টি, অপহরণ ৫ টি, যৌনহয়রানী ৮টি, নিখোঁজ ২টি এবং অন্যান্য ঘটনা ঘটে ৬৬টি।

এক পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে বর্তমানে নারী নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে নারীরা নিজের গৃহে কিংবা পরিচিতজনদের কাছ থেকেই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া বাল্যবিবাহ, যৌতুক, এসিড সন্ত্রাস, কর্মক্ষেত্রে হয়রানি ও সুরক্ষার অভাব নারীদের এগিয়ে যাওয়ার পথকে আটকে দিচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি) অর্জন করতে চায়।

এসডিজির পঞ্চম লক্ষ্য, নারী ও কন্যাশিশুদের ওপর অত্যাচার, শোষণ, পাচার এবং সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধ করা। সংবাদবিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি সহিংসতা তথা সকল ধরনের নির্যাতন বন্ধ এবং নারী-পুরুষের অংশগ্রহণে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যক্ত করা হয়। …………………………………………………………………………………………………………………………………………… বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ http://upnews24x7.com/ most google ranking bengali news portal from Bangladesh.


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.