স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি।
নির্বাচন কমিশনারদের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠক পরবর্তী এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ভোটগ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমি নিজে যে কেন্দ্রে গিয়েছি সেখানে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলের এজেন্ট ছিল। আর তাদের যদি বের করে দেওয়া হয় তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনো অভিযোগ কমিশন পায়নি।’
নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ইভিএম-এ ভোট দিয়েছেন তাদের কেউ ইভিএম এর বিরুদ্ধে অভিযোগ করেননি। ইভিএম খারাপ তা কেউ বলেননি। কেউ বলেছেন এটা জটিল বিষয় এ জন্য একটু দেরি হয়েছে। অধিকাংশ ভোটার বলেছেন ইভিএম এ ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি এবং এতে সহজে ও সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়।
এজেন্টদের কাগজে লিখে ফলাফল দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাগজে লিখে ফলাফল দেওয়া সম্ভব নয় এবং এটি করাও হয়নি। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’
তার আগে বৈঠকে মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও কবিতা খানম এবং ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.