রাসিকের ১৭ নং ওয়ার্ডে কিশোদের আয়োজনে “নাইট  মিনি ক্রিকেট”খেলা অনুষ্ঠিত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার উত্তরবঙ্গ প্রতিদিন :: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,এই শ্লোগানকে সামনে রেখে ৬ নভেম্বর ২০২০ শুক্রবার রাতে
রাজশাহীর ১৭ নং ওয়ার্ডে “নাইট মিনি ক্রিকেট” টুনামেন্টের আয়োজন করা হয়,উক্ত টুনামেন্টে মোট আটটি (৮) দল অংশ গ্রহন করে।

খেলাটি আয়োজন করে ১৭ নং ওয়ার্ডের স্থানীয় কয়েক জন কিশোর,তারা হচ্ছেন (১) জয় (২) সম্রাট (৩) রতন ৪) আব্দুস সামাদ।

বর্তমানে রাজশাহীতে কিশোর গ্যাংয়ের উৎপাতে যখন সবাই অতিষ্ঠ তখনই ১৭ নং ওয়ার্ডের কিশোরদের  আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুনামেন্ট দেখে এলাকার সকল শ্রেনির মানুষ আনন্দের সাথে এগিয়ে আসে এবং সম্মতি পোষন করে আনন্দ সহকারে খেলাটি উপভোগ করেন।

উক্ত টুনামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন: (১) সায়েম আলি (সনি), সহসভাপতি ১৭ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগ (২) আতিকুর রহমান (আতিক) সার্ভেয়ার,এন্ড চৌধুরী VIP হাউজিং এর এমডি (৩) আকাশ সরকার শিক্ষানবিশ আইনজীবী রাজশাহী জর্জ কোট,এন্ড আইন বিশায়ক উপদেষ্টা বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি (৪) নকিম উদ্দিন (পলাশ) সেচ্ছাসেবক লীগ ১৭ নং ওয়ার্ড (৫) আতাউর রহমান,যুবলীগ সভাপতি ১৭ নং ওয়ার্ড পশ্চিম

খেলাটিতে প্রধান আম্পিয়ার হিসাবে দায়িত্ব পালন করে (১) ইলিয়াস সরকার (২) মিন্টু সরকার। এছাড়াও সার্বিক সহোযোগিতায় ছিলেন, হায়দার সরকার রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারি, আনোয়ার মোহরী রাজশাহী জর্জ কোর্ট, সানোয়ার চাকরিজীবী, মানিক চাকুরীজীবি, সাব্বির ছাএ, শিমুল ছাত্র।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়েম আলি (সনি), সহসভাপতি ১৭ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগ। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক রুখতে পুলিশের সহযোগি হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এই সমাজটাকে সুন্দর রাখতে হলে সবার আগে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ ভাল থাকলে আমরা সবাই ভাল থাকবো।

এ সময় সেচ্ছাসেবক লীগ নেতা নকিম উদ্দিন (পলাশ) বলেন,খেলাধুলা করলে মানুষের মন ও শরীর ভাল থাকে তাই আমাদের বেশি বেশি খেলাধুলা করতে হবে।তাই আমি সবসময় খেলাধুলার আয়োজনে সকল প্রকার সহযোগিতা করে থাকি ভবিৎষতেও তা অব্যাহত থাকবে। আমি আপনাদের পাশে সব সময় আছি এবং সব সময় থাকবো।

খেলাটি শেষ হয় শুক্রবার রাত ১১.০০ টায়।উক্ত টুনামেন্টের চাম্পিয়ন হয় রাজুর টিম ও রানারআপ হয় নাহিদের টিম।

পরবর্তীতে রাত ১১.৪৫ মিনিটে উপস্থিত সকল অতিথিদের সামনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার মধ্যে দিয়ে খেলাটি শেষ করা হয়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.