রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্র নিহত:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন::  রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আনোয়ার হোসেন রনি (৩৪) ও ছাত্র আসাদুল ইসলাম (১৩) মারা গেছেন।

রোববার দুপুরে জেলার পবায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক ও বাগমারায় স্কুলছাত্র নিহত হন। নিহত রনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা একে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। আর আসাদুল বাগমারার ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পবা থানার এসআই মাহফুজুর রহমান জানান, শিক্ষক রনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার আলাই বিদিরপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রনি মহানগরীর নওদাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

অপরদিকে, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বিকালে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ইঞ্জিন চালিত ভটভটিতে ২০ জন যাত্রী নিয়ে বাগমারার দিকে যাচ্ছিল।

এ সময় দানগাছী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভটভটি রাস্তার নিচে উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্কুল ছাত্র আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল উপজেলার ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.