থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজন (৩৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট ক্যাম্পে কর্মরত ছিলেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাজন তার মোটরসাইকেল চালিয়ে লাইসেন্স করার জন্য বেলপুকুর বাইপাস রোড হয়ে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার বিআরটিএ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ভরুয়াপাড়া নামক এলাকায় মহাসড়কের ওপর নির্মিত ব্রিজে উঠলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
পরে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.