Daulatpur of Korean EPZ
কোরিয়ান ইপিজেড দৌলতপুর

প্রধানমন্ত্রীর বাপ আসলেও গেট খোলা হবেনা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি,  উত্তরবঙ্গ প্রতিদিন :: চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের দৌলতপুর প্রধান গেইট দিয়ে প্রধানমন্ত্রীর বাপ আসলেও ঢুকতে দেবেন না বলে হুংকার দেন গেইটের সিকিউরিটি সুপারভাইজার মদ্যপায়ী দিদার। গত শনিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার এক সংবাদকর্মী কেইপিজেডের গেইট দিয়ে বাড়ীতে যেতে চাইলে গেইটের সামনে সিকিউরিটি সুপারভাইজার দিদার ৫০ টাকা বকশিস দিতে বলেন। 

 

 

বকশিস দিতে অপারগতা জানালে তিনি এই গেইটে প্রধানমন্ত্রীর বাপ আসলেও ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেন। কিন্তু সে সময় একটা লোকাল বাস আসলে সেটা থেকে বকশিস নিয়ে ঢুকতে দেন দিদার। এরপরে কিশোরদের দুইটা মোটর সাইকেল আসলে তাদেরও যেতে দেয় সেই দিদার।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে উপস্থিত এক যুবক জানান, সে মদ্যপায়ী হয়ে এমন অশালীন আচরণ করেছে। তার বাড়ী কেইপিজেডের গেইট থেকে কয়েকশ গজ দূরে হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না । অভিযুক্ত দিদার দৌলুতপুর গ্রামের বিএনপি নেতা বলে জানান একাধিক ব্যক্তি। তাই প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করে এমন অশালীন কথা বলতে পেরেছে বলে জানান স্থানীয়রা।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি জানান, দিদার গেইটে আসা ব্যক্তিদের সাথে এমনকি মহিলাদের সাথে এই রকম অহরহ খুবই অশালীন ব্যবহার করে থাকে। তার বিরুদ্ধ অনেকে সিকিউরিটি ইনচার্জকে অভিযোগ দিলেও কোন ধরণের সর্তকতা না করার কারণে দিদার এমন বেপরোয়া বলে অবহিত করেন সকলেই। দিদার গেইটে দায়িত্ব পালন করার সময়ে উশৃঙ্খল ইয়াবা সেবনকারীরা অবাধে যাওয়া আসা করে। তার সাথে মাদক কারবারিদের যোগসাজশ রয়েছে বলে জানান অনেকে। তাকে অবিলম্বে চাকরী থেকে অব্যহতি দেওয়ার দাবী জানান ভুক্তভোগীরা।

 

 

দিদারের বিরুদ্ধে বৈরাগের বাসিন্দা শিমুল বলেন, আমরা এলাকার কাছের মানুষ হিসেবে একটু দ্রুত আসার জন্য আবদার করলেও তারা অনেককে ঢুকতে দেয় সুবিধা নিয়ে আবার অনেককে ঢুকতে দেয় না। সে এমন ভাব করে যেন যাওয়ার সময় রাস্তাসহ নিয়ে যাব।

 

 

এস এম মুজিবুর রহমান বলেন, আমার সাথে করে না, তবে সে প্রায় সময় এমন উশৃঙ্খল ও অশালীন আচরণ করে থাকে। এমডি আরিফ তামিম জানান, আমাদের জায়গা জমিতে কেইপিজেড হয়েছে উন্নত হয়েছে। এদিকে গেলে রাস্তাটা তো সাথে নিয়ে যাচ্ছি না। কিন্তু কিছু দালাল সিকিউরিটি আছে তাদের জন্য সমাজের লোকের এই অবস্থা। মীর আহমেদ সাজাদ্দ জানান, এই অশালীন আচরণ আমার সাথেও করেছিল সে।

 

 

এ ব্যাপারে আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  বলেন, কেইপিজেডের উর্ধ্বতন কর্মকর্তারা যদি তাকে শাস্তির আওতায় না আনেন তাহলে প্রধানমন্ত্রী-কে এমন অশালীন কথা বলার কারণে প্রশাসনের দারস্থ হবেন বলে জানান তিনি।


Ref:  BSS  UP   PNS  BNA  UNB   dbcnews   Google News  Yahoo news   Bing news

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.