প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া খাতুন আর নেই

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া খাতুন আর নেইস্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি রাজিয়া খাতুন মারা গেছেন। সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই প্রয়াত শেখ আবু নাসেরের সহধর্মিনী রাজিয়া খাতুন। তিনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।

বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। রাজিয়া খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়, সেই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

“প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।”

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন রাজিয়া খাতুন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যর্ক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে গত ৫ নভেম্বর রাজিয়া খাতুনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার জোহরের পর বনানী কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.