পদ্মা খনন করতে চায় ভারত:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আমার কাছে একটা প্রস্তাব আছে। ভারত রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং করতে চায়। ইতিমধ্যে কথাবার্তা, সমীক্ষা ও যাচাই-বাছাই চলছে। আসছে মাসেই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন।’ স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পদ্মা ড্রেজিং হলে রাজশাহীতে একটা আন্তর্জাতিক নদী বন্দরও হতে পারে। শিল্পায়নটা তখন খুব সহজ হবে। এখানে আমি একটা ভূমিকা রাখতে চাই।’

মেয়র বলেন, ‘শিল্প-কারখানা করতে ভারতের পশ্চিমবঙ্গে জায়গা দেয়া হচ্ছে না। আমাদের জায়গা আছে। ওরা আমাদের এখানে আসুক। আমরা জায়গা দেব। ভারতে উৎপাদন খরচ বেশি মনে হলে তারা আমাদের এখানে বিনিয়োগ করুক। আমরা উৎপাদন করে দেব। এই চেষ্টাটা আমাদের আছে। এটা সম্ভব। কারণ, ভারত থেকে আমাদের দূরত্ব বেশি না। আর নদী পথে যোগাযোগও সহজ।’ …………………………………………………………………………………………………………………………………………… বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ http://upnews24x7.com/ most google ranking bengali news portal from Bangladesh.


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.