জীবন নিয়ে যেখানে ছলনা,সেখানে রেটিং চলে না…বিদায় মাস্টার শেফ-:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::-  আবারো সমালোচনায় রাজশাহীর মাস্টার শেফ । গেল মাসের ঘটনা ,রাজশাহী নগরীর মাস্টার শেফ-চাইনিজ রেষ্টুরেন্টের রান্না করা মাংশ পড়ে গেল ব্যস্ততম রাস্তায়। ময়লা খাবার গুলি ড্রেনে না ফেলে নেওয়া হলো রেষ্টুরেন্টের ভিতরে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন অলোকার মোড়ে অবস্থিত ব্যাপক পরিচিত এবং ক্রেতাদের প্রিয় এ মাস্টার শেফ-চাইনিজ রেষ্টুরেন্টের কর্মচারীদের এমন কান্ড চোখে পড়ে স্থানীয় ও পথচারীদের।

খাবার কুড়িয়ে তোলার সময় সেখানে কিছু কুকুরের আনাগোনা দেখা যায়। মানুষ ভেবেছিলো নোংরা খাবার গুলি হয়তো কিছুটা হলেও কুকুরকে দেয়া হবে। কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র সবটুকু খাবারই হোটেলের ভেতর নিয়ে গেল কর্মচারীরা।

আজ আবার অন্য ঘটনার জন্ম দিয়েছে মাস্টার শেফ-চাইনিজ রেষ্টুরেন্ট।

ফেসবুকে তানভীর আহম্মেদ অভি নামের এক ব্যক্তি এমনটাই  লিখেছেন মাস্টারসেফে খাবার খেতে বসে

–  আপনি যখন আমার মুখে বিষ তুলে দিবেন আমি তখন হাসিমুখে ছাড় দিতে পারি না।
শত অভিযোগ শত অনিয়মের পরেও হল সমাপনীতে মাস্টার শেফ বেছে নেয়া হলো।
বিনিময়ে আস্হা অর্জনের চেষ্টা তো দূরে থাক, আরো নিরাশ করলো।

সমস্যা ১।সম্পূর্ণ অপরিষ্কার অবস্হায় বসতে দিছে, কাপড়ে ঝোলের দাগ লেগে ছিলো।
২। বিরিয়ানী সর্বোনিম্ন কোয়ালিটি সাথে রাবারের মত শক্ত মাংস

মূল সমস্যা ১। রোস্টের মধ্যে তাজা রক্ত।
২। মিরিন্ডা যেটার ডেইট এক্সপেয়ার হয়েছে আরো ৪ মাস আগে, সেটা সার্ফ করেছে।

রেটিং দিবো???
জীবন নিয়ে যেখানে ছলনা,সেখানে রেটিং চলে না।

বিদায় মাস্টার শেফ।

অবশ্য কমেন্টে সন্ধি এজাজ – লিখেছেন ওদের রেস্টুরেন্টের ভেতরে এতটাই লো-লাইট যে কি খাচ্ছি সেটাও দেখা যায়না। আর খাবারের কোয়ালিটি, সার্ভিস নিয়ে তো কিছু বলারই নাই!

পরের কমেন্টে সায়েম লিখেছেন – মামলা ঠুকে দিন?? অদের বিল রিসিট কি আপনার কাছে আছে?

আশিকুর রহমান লিখেছেন – আমি লাষ্ট ২০১৪ এ গেছি মাষ্টার শেফ এ, এরপর আর যাই নি তাদের বিহ্যাভিওর, সার্ভিং টাইম আর খাবার এর নিম্ন মান এর জন্য।

নিয়াজ আব্দুল্লাহ লিখেছেন – ভোক্তা অধিকার ইজ ওয়েটিং ফর ইউ।

পাঠকের স্বার্থে নিম্নে লিংকটি দেয়া হলো – 
https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//web.facebook.com/groups/rajshahifoodies/permalink/2104342949649369/
…………………………………………………………………………………………………………………………………………… বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ http://upnews24x7.com most google ranking bengali news portal from Bangladesh.


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.