অর্থাভাবে থেমে যাচ্ছে রাজশাহী নেসকোর কর্মচারী এন্তাজের চিকিৎসা:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার , উত্তরবঙ্গ প্রতিদিন ::-নেসকো লিঃ বিক্রয় ও বিতরন বিভাগ ৩ এ সাহায্যকারী পদে কাজ করতেন রাজশাহীর হেঁতেমা খাঁ সবজীপট্টির এলাকার মৃত বাসের আলীর পুত্র এন্তাজ আলী (৪০)।। গত ১৪ মে, সকাল ৯ টায় বিদ্যুৎ লাইন ঠিক করতে পোলে উঠলে, মই থেকে পড়ে গিয়ে ঘাড়ের কলার বোন ভেংগে যায়। প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আই সি ইউ -২ ভর্তি থেকে,পরে ঢাকা বংগবন্ধু হাসপাতালের পিজি আই সি ইউ- ১৬ ভর্তি আছেন । রাজশাহী নেসকো লিঃ বিক্রয় ও বিতরণ বিভাগ ৩ কর্মরত থাকা অবস্থায় জরুরী কাজে বিদ্যুতের মই পোলে উঠতে গিয়ে পড়ে যান এন্তাজ। সহকর্মীরা ধরাধরি করে প্রথমে রামেক হাসপাতালে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে বংগবন্ধু হাসপাতালে ভর্তি থাকলেও অর্থ অভাবে উন্নত চিকিৎসা দিতে পারছে না এন্তাজের পরিবার। এন্তাজের পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।

একদিকে তার চিকিৎসাভার বহন, অন্যদিকে পরিবারের ভরণ পোষন চালাতে পারছে না অসহায় এন্তাজের পরিবার । অন্যদিকে ডিউটি অবস্থায় দুর্ঘটনায় পতিত এন্তাজের কোন খোঁজ খবর রাখছে না তার কর্মরত প্রতিষ্ঠান নেসকো লিঃ রাজশাহী শাখা। পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন অপরদিকে দুই মেয়ে নিয়ে অনাহারে জীবন অতিবাহীত করছে তার স্ত্রী। ডাক্তার বলছে বর্তমানে লাইফ সাফর্টে আছে এন্তাজ। দ্রুত উন্নত চিকিৎসা না তাকে বাঁচানো সম্ভব হবে না।

এ বিষয়ে রাজশাহী নেসকো লিঃ এর বিক্রয় ও বিতরন বিভাগ ৩ এর নির্বাহী প্রকোশলী শিরিন ইয়াসমিনেরর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
………………………………………………………………………………………………..
বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । পরিশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৫৩০০২৬৫


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.