অফিশিয়ালি ১৫ই জানুয়ারি রিলিজ হবে, মাইক্রোসফট ক্রোমিয়াম এজ:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

টেক নিউজ,উত্তরবঙ্গ প্রতিদিন  :: নতুন ব্রাউজারের সাথে আসছে নতুন লোগো। সেপ্টেম্বরে বেটা টেস্ট ভার্সন বের করার পরে মাইক্রোসফট এবার এজ ব্রাউজারের ক্রোমিয়াম ভার্সনকে অফিশিয়ালভাবে রিলিজ করতে চায়। ২০২০ সালের ১৫ই জানুয়ারিতে আসছে মাইক্রোসফট এজ ক্রোমিয়াম এর অফিশিয়াল পুরনাজ্ঞ বিল্ড ভার্সন, সাথে তারা নতুন লোগো ডিজাইন ও উন্মুক্ত করেছে! সফটওয়্যারটি ১৫ই জানুয়ারি থেকে উইন্ডোজ ১০, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭, এবং ম্যাকওএস এর জন্য লভ্য করা হবে!

আজকে মাইক্রোসফট “release candidate” ভার্সন রিলিজ করেছে, যেটা ক্রোমিয়াম ব্রাউজারটির বেশিরভাগ ফিচারই রিলিজ করেছে আর এটাকেই স্টাবল ভার্সন বানিয়ে মাইক্রোসফট জানুয়ারিতে রিলিজ করবে! নতুন এই “release candidate” বিল্ডে থাকবে পাসওয়ার্ড, হিস্টোরি, ফেভারিট সিঙ্ক অপশন, যেটা উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস, এবং অ্যান্ড্রয়েড ডিভাইজ গুলো মধ্যে কাজ করবে! এতে মাইক্রোসফটের বিল্ডইন ট্রাকিং প্রটেকশন থাকবে।

আর মোবাইলের আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন-

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.microsoftedgeinsider.com


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.