yaba-rcover-by-rmp-db-police
রাজশাহী মহানগর ডিবি

ইয়াবা চক্রকে আটকের মধ্যে দিয়ে মাদক অভিযান শুরু করল আরএমপি ডিবি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: ফিল্মি কায়দায় টাকা ছিনতাই, ফিল্মি কায়দায় জঙ্গি ছিনতাই, ফিল্মি কায়দায় মানুষ গুম, ফিল্মি কায়দায় মাদক পাচারসহ ইত্যাদি গল্প শুনেই থাকবেন। কিন্তু ফিল্মি কায়দায় আসামী ধরার বর্ননা খুব কমই শোনা যায়। এমনটাই ঘটনা ঘটিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। এবার যেনো দীর্ঘ দিনের জট খুলে মাঠে নামলো  রাজশাহী মহানগর ডিবি। 

 

তবে এবার কিন্তু সামাজিক অবক্ষয় এবং মাদক নিয়ন্ত্রনে মুখ্যম ভূমিকা পালন করে সুনাম ফিরিয়ে আনার চেস্টা করছে রাজশাহী মহানগর ডিবি।  তাই বলতেই হয় “সরব ডিবি নীরব মাদক ব্যবসায়ী”। তবে অবশ্য বিহাইন্ড দি হিস্ট্রিতে যিনি ছিলেন তিনি আর অন্য কেউ নন বরং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট প্রধান এডিসি উৎপল চৌধুরী। যিনি রাজশাহী তথা সমগ্র বাংলাদেশের একজন সাইবার সিকিউরিটি সেলের একজন কিংবদন্তি সৈনিক। 

 

 

এরই ধারাবাহিকতায় গতকাল রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ ৭ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলো : রাজিব হোসেন (২৭), মো: আশিক (৩০), মো: আশরাফুল আলম (৩৩), মো: ইব্রাহিম হোসেন সাগর (৩৩), মো: নাইম আলী (২৬), শ্রী সোহাগ সরকার (২৮) ও মো: কাওসার হোসেন রাজু (২৩)।

 

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২রা জুন ২০২৩ খ্রিষ্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)  আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক  তৌহিদুর রহমান, এসআই নাদিম উদ্দীন, এএসআই হাবিবসহ চৌকস কন্সটেবল তৌহিদসহ ১টি টিম রাজশাহী  মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলেন।

 

 

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় আসামী কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম আজ ৩রা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ (২রা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত রাত) রাত ১২:৪৫ টায় মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে ২ জন পালিয়েও যায়। 

 

উক্ত বিষয়ে রাজশাহী মহানগর ডিবি পুলিশের পরিদর্শক  তৌহিদুর রহমান উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান – গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.