সত্যিই রাশিয়া-ইউক্রেন কি আজ যুদ্ধ বাধবে ?
সত্যিই রাশিয়া-ইউক্রেন কি আজ যুদ্ধ বাধবে ?

সত্যিই রাশিয়া-ইউক্রেন কি আজ যুদ্ধ বাধবে ?

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

অনলাইন রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন  :  ইউক্রেন পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটোয় যোগ দেবে কি না সেই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ন্যাটোর সদস্য পদ তাঁর দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। এ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

 

russia ukraine news
Russia  Ukraine  News।।  Uttorbongo Protidin।

 

 


 

সংকট সমাধানে সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল ইউক্রেন। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ভাদিম প্রাইস্তাইকো বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়াতে প্রয়োজনে ন্যাটোয় যোগ দেওয়া থেকে বিরত থাকবে দেশটি। কিন্তু আজ বৃহস্পতিবার ভিন্ন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। 

 

আমদের কি এই পথ ছেড়ে অন্য পথে হাঁটা উচিত হবে? আমাদের জন্য এটা হলো, স্বাধীনতা না খোয়ানোর নিশ্চয়তা। ’তিনি বলেন, তাঁর দেশ ন্যাটোতে যুক্ত হওয়ার পথে রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার বিষয়টি লম্বা পথ। একজন প্রেসিডেন্ট হিসেবে তাঁর জন্য এই ন্যাটোতে যোগ দেওয়ার পথটি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি।

 

ইউক্রেনকে ন্যাটোয় না নেওয়ার ব্যাপারে ইউরোপীয় অন্য কোনো দেশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আমরা চোখ বন্ধ রাখতে পারি না। শুধু রাশিয়া চায় না, আমরা ন্যাটোয় যোগ দিই।’

 

এদিকে ন্যাটোয় যোগ দেওয়ার ব্যাপারে কোনো গণভোটের আয়োজন করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন যে ন্যাটোর সদস্য হতে চায়, তা সংবিধানেই লেখা রয়েছে।

Local News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.