russian-president-vladimir-putin
সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমা মিডিয়া যেভাবে প্রপাগন্ডা ছড়ায় পুতিনের বিরুদ্ধে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিদায় নেওয়ার নাম নেই। এই এক যুদ্ধ পুরো দুনিয়াকে বেকায়দায় ফেলে দিয়েছে। যুদ্ধ ঘিরে সরগরম আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও । প্রতিদিন পশ্চিমা সংবাদমাধ্যমের বড় অংশজুড়ে থাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর । করোনা মহামারি কাটিয়ে বিশ্ব যখন স্বাভাবিকতায় ফিরছে, সে সময় এই যুদ্ধের সূচনা করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খবরও থাকে সমানতালে। তিনি কী বললেন, নতুন কী পদক্ষেপ নিলেন সে সব খবর যেমন থাকে, তেমনি তাঁকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব প্রপাগন্ডা ছড়ায় পুতিনের বিরুদ্ধে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ বছরের মে মাসের শুরুর দিকে এক খবরে বলেছে, ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন । এ জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে তিনি সাময়িকভাবে দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নিউইয়র্ক পোস্টের ওই প্রতিবেদন মূলত রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে করা হয়। তাতে বলা হয়, কথা উঠেছে পুতিন কয়েক দিন আগে পেত্রুশেভের সঙ্গে দুই ঘণ্টা একান্তে কথা বলেছেন। ওই টেলিগ্রাম চ্যানেলটি পরিচালনা করছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল।

 

অন্যদিকে পশ্চিমা সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাইবেরিয়ান হরিণের শিং থেকে নেওয়া রক্ত দিয়ে গোসল করেন পুতিন। দীর্ঘায়ু পেতে পুতিনের অনুসরণ করা কয়েকটি পদ্ধতির এটি একটি। পুতিনের বন্ধু সাইবেরিয়ায় জন্ম নেওয়া প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তাঁকে এ পরামর্শ দিয়েছেন । এ বছরের জুন মাসে ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস ম্যাচ দাবি করেছে, ২০১৯ সালে সৌদি আরব এবং ২০১৭ সালে ফ্রান্স সফরের সময় পুতিনের সঙ্গে একটি দল ছিল। যখনই তিনি টয়লেটে যেতেন, তাঁর মলমূত্রগুলো তারা সংগ্রহ করে ফেলত, যাতে বিদেশি কোনো শক্তির হাতে না পড়ে।

 

কারণ, মলমূত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর স্বাস্থ্যগত অবস্থা অন্যরা জেনে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনেও এমন দাবি করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের মুখের আকৃতি নিয়েও পশ্চিমা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়। এ বছরের মার্চ মাসের দিকে ব্রিটিশ কয়েকটি ট্যাবলয়েডের খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহে পুতিনের মুখ ও ঘাড়ের অংশ বেশ ফোলা দেখাচ্ছে। এসব খবরে বলা হয় চিকিৎসার জন্য তিনি স্টেরয়েড নিচ্ছেন। তার পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই ফুলে গেছে তাঁর মুখ ও ঘাড়ের অংশবিশেষ।

 

 

বছরের শেষ দিকে এসে ৫ ডিসেম্বর পুতিনের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে তাঁর সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। এরপর তিনি সেখানেই মলত্যাগ করেছেন। ওই খবরে বলা হয়, ৭০ বছর বয়সী পুতিন সিঁড়ি থেকে পাঁচ ধাপ নিচে পড়ে গিয়ে মেরুদণ্ডের নিচের অংশে আঘাত পান। টেলিগ্রাম চ্যানেল সূত্র বলছে, পুতিনের পাকস্থলী ও অন্ত্র ক্যানসারে আক্রান্ত হওয়ায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর তিনি মল ত্যাগ করে ফেলেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.