virgin-atlantic-boeing-787-9-economy
ইতিহাস গড়ল যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স

ইতিহাস গড়ল যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক সংবাদ | উত্তরবঙ্গ প্রতিদিন :: প্রথমবার আটলান্টিকের আকাশ পাড়ি দিল শতভাগ সবুজ জ্বালানির ভার্জিন আটলান্টিকের ৭৮৭ বোয়িং ফ্লাইট। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিকল্প জ্বালানি (গ্রিন ফুয়েল) ব্যবহারকারী বিমানটি নিউইয়র্কের জেকেএফ বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দেয়।শতভাগ সবুজ জ্বালানির ফ্লাইট চালুর ইতিহাস গড়ল যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স।

 

 

 

সবুজ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে শুকরের চর্বি ও ভুট্টার মতো ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি বিশেষ জেট ফুয়েল। যাকে বলা হচ্ছে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল বা এসএএফ।ভার্জিন আটলান্টিকের ৭৮৭ বোয়িং ফ্লাইটটি ৫০ টন এসএএফ জ্বালানি নিয়ে উড়াল দিয়েছে। এই জ্বালানি যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হয়েছে। ইঞ্জিন প্রস্তুতকারক রোলস-রয়েস এবং এনার্জি জায়ান্ট বিপি সহ বেশ কয়েকটি সংস্থা এই প্রকল্পে জড়িত।

 

 

এভিয়েশনখাতে কার্বন নিঃসরণ কমাতে সবুজ জ্বালানির ধারণা বাস্তবে সম্ভব, বিষয়টি প্রমাণ করতেই যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তায় ফ্লাইট চালু করল ভার্জিন আটলান্টিক। আকাশপথে কার্বন নিঃসরণ একেবারেই শূণ্যে নামিয়ে আনা প্রযুক্তিগতভাবে এখন পর্যন্ত সম্ভব নয়। এসএএফ ব্যবহারকারী বিমানও কার্বন নিঃসরণ ঘটাবে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, এই জ্বালানির ‘উৎপাদনচক্রীয় নিঃসরণ’ ৭০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.