আন্তর্জাতিক সংবাদ | উত্তরবঙ্গ প্রতিদিন :: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানায়, লোকটিকে ‘গুরুতর আহত’ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই বিমান সেনার মৃত্যু হয়।
টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র।
রোববার স্থানীয় সময় বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং তার গায়ের আগুন নেভান। যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের একজন মুখপাত্রকে উদ্বৃত করে দেশটির গণমাধ্যম বলছে, ওই ব্যক্তি বিমান বাহিনীর একজন কর্মরত সদস্য। হাসপাতালে নেওয়ার আগে উদ্ধারকর্মীরা জানিয়েছে যে, আগুনে ওই ব্যক্তির শরীরের অনেকটাই পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার প্রতিষ্ঠান সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দেয়া ঘটনাটি টুইচ চ্যানেলে লাইভ প্রচার করেছিলেন ওই ব্যক্তি। সেখানে তিনি নিজেকে মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় কর্মী হিসাবে পরিচয় দেন।
এরপর তাকে বলতে শোনা যায়, ”আমি আর কোন গণহত্যার অপরাধে অংশ নিতে চাই না’ এবং তিনি এর প্রতিবাদে একটি কাজ করতে যাচ্ছেন। গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর ‘ফিলিস্তিন স্বাধীন করো’ বলতে শোনা যায়।
এর কিছুক্ষণ পরে অবশ্য ওই ভিডিও টুইচ চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়। তবে সিবিএস নিউজের কাছে এর একটি কপি রয়েছে।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তির উদ্দেশ্য ঠিক কী ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সামনে এ ধরনের আত্মহত্যার চেষ্টা এবারই প্রথম নয়।
এর আগে, গত ডিসেম্বরে আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে আরেকজন ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.