উলামা কল্যাণ পরিষদ রাজশাহী কমিটির সাথে মেয়রের মত বিনিময়
উলামা কল্যাণ পরিষদ রাজশাহী কমিটির সাথে মেয়রের মত বিনিময়

উলামা কল্যাণ পরিষদ রাজশাহী কমিটির সাথে মেয়রের মত বিনিময়

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::
উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ইমাম-আলেম-উলামাদের কল্যাণে কাজ করে যেতে চাই। নগরভবনে ধর্মীয় শাখা খোলা আছে। সেখানে ইমামগণ বিভিন্ন কার্যক্রম করতে পারেন। এছাড়াও উলামা কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয় প্রদানের বিষয়ে আস্বাস প্রদান করেন।

মেয়র আরো বলেন, করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। দফায় দফায় খাদ্য, নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। টিকার প্রাপ্তিতা নিশ্চিত করেছেন। দেশের সকল নাগরিকদের করোনা পরিস্থিতি মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখতে আমাদের নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক তা অব্যাহত রেখেছি।

উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর নবগঠিত কমিটির সভাপতি সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল গণির সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবি আরিফুল হক কুমার। আরোও বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদ সাবেক সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য মাওলানা মোঃ আইয়ুব আলী, নবগঠিত সিনিয়র সহ-সভাপতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুকাদ্দেসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোঃ ওমর ফারুক।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মোঃ শাহাদাত আলী। উপদেষ্টা হিসেবে আছেন মাওলানা মোঃ জামাল উদ্দিন মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন (পদাধিকার বলে), ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক ডা. আসেম আলী (পদাধিকার বলে), ড. মোঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা, মোঃ এহসানুল হক দুলু, মাওলানা মোঃ এএইচ এম শহীদুল ইসলাম, ড. মোঃ কাউসার হোসাইন, হাফেজ মোজাম্মেল হক, মাওলানা মোঃ রুহুল আমিন,মুফতি মোঃ মইনুল ইসলাম মুফতি মোঃ মইনুল ইসলাম, মুফতি মোঃ আবু তাহের, মাওলানা সাইদুজ্জামান।

নবকমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াল আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেন, ত্রাণ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোঃ শামসুদ্দীন মাজাহেরী, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মোঃ মোহাররম হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ গোলাম নুর, উপ-প্রচার সম্পাদক মাওলানা মোঃ মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা হোসাইন আহমাদ, দপ্তর সম্পাদক হাফেজ মোঃ কামাল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাওলানা মোঃ শামসুল হক, মাওলানা মোঃ আব্দুস সোবহান, মাওলানা দেলোয়ার হোসেন, সদস্য মাওলানা ক্বারী মামুনুর রশীদ, মাওলানা মোঃ নাজমুল হুদা, হাফেজ মোঃ রওফুল ইসলাম রনি, মাওলানা মোঃ মাজেদুর।

সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল গণি।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.