প্রসঙ্গত, আঙ্কাইউকেভ ড্রোন মূলত তুরস্ক নির্মিত নিউ জেনারেশন ড্রোনের একটি ব্যাচ। এর আগের ব্যাচের ড্রোনগুলো সর্বোচ্চ ২৪ ঘন্টা উড়তে সক্ষম ছিল আর নতুন ব্যাচের ড্রোনগুলো উড়লো ৩০ ঘণ্টার বেশি।
ফ্লাইং আওয়ারের সাথে পরিবহন ক্ষমতাও বাড়ানো হয়েছে আঙ্কাইউকেভ ড্রোনের। আগের মডেলের ড্রোনগুলো সর্বোচ্চ ২৫০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম ছিল। আর নতুন ব্যাচের ড্রোন প্রায় ৩৫০ কেজি ওজন বহন সক্ষম।
তুরস্ক জানিয়েছে, তাদের বিমান ও নৌ বাহিনীর কাছে দুটি করে মোট ৪টি আঙ্কাইউকেভ ড্রোন আছে। সম্প্রতি তিউনিশিয়ার কাছে একই মডেলের ড্রোন বিক্রি করেছে তুরস্ক।
[embed]https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//youtu.be/C7ydeU3h6yg[/embed]
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com