রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন :-
এবারের চৈত্রের দহন নিরুত্তাপ হলেও মূল্য বৃদ্ধির উত্তাপে জ্বলছে মোদের প্রিয় স্বদেশ।
বছর ব্যাপী যে কোন উৎসবের প্রাক্কালে উৎসব সংশ্লিষ্ট পন্য নিয়ে শুরু হয় পন্য ব্যবসায়ীদের আর্থিক লালসা পূরনের বিকৃত উল্লাস। এসব পন্য ব্যবসায়ী গণ ধর্ম ব্যবসায়ীদের চেয়েও ভয়ংকর।
এদের অর্থ লালসার কুটিল চক্রে বন্দি মানবতা। সমগ্র দেশব্যাপী সিন্ডিকেট গড ফাদারদের শক্তিশালী নেটওয়ার্ক মাকড়সার জালের ন্যায় বিস্তার লাভ করেছে। মানুষের সম্পদ ও সম্মান কে ঘুন পোকার ন্যায় এরা কুরে কুরে খাচ্ছে। মানুষকে আর্থিক ভাবে পঙ্গু করে এসব মুনাফা লোভী গণ ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলছে।
তথাকথিত ব্যবসায়ীর ছদ্দবেশে জনগনকে হতদরিদ্র বানানোর সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে এরা লিপ্ত হয়েছে।
বাজার মনিটরিংয়ের দুর্বল ব্যবস্থাপনার সুবাদে ব্যবসার অন্তরালে দেশের মানুষের সমস্ত সম্পদ গুটি কয়েক শয়তান রুপী মানুষের হাতে চলে যাচ্ছে। এসব বিবেক বোধহীন নরপশু ব্যবসায়ী গণ মূল্য বৃদ্ধির যাতাকলে মানুষকে পিষ্ট করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এদের প্রতিহত করার জন্য সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা জাগ্রত করার এখনই সুবর্ন সময়। আসুন , শপথ গ্রহন করি – অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পন্য যতই প্রয়োজনীয় হোক সেটা ক্রয় করা থেকে আমরা বিরত থাকব।
অতি মুনাফা ভোগী নরপশুদের অবৈধ সিন্ডিকেটের সিংহাসন আমরা ধ্বংস করে দেব। চোরের অধীনে চুরির প্রহসন মূলক বিচার আমরা আর দেখতে চাইনা।
মো: রমজান আলী, বার্তা সম্পাদক (উত্তরবঙ্গ প্রতিদিন)
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.