The US ambassador has called for a fair investigation into the Nayapaltan incident
নয়াপল্টনের ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূতের

নয়াপল্টনের ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূতের

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেখানে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

 

ডিএমপির নির্দেশনা অমান্য করে নেতাকর্মীরা জড়ো হওয়ায় বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন।

 

পুলিশেরও অনেক সদস্য এতে আহত হয়েছেন। এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 

বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিবৃতিতে বলা হয়, ঢাকার পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। তবে নিরাপত্তার স্বার্থে সবধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শান্তিপূর্ণ সমাবেশে হয়রানি বন্ধেরও কথা হয়েছে।

 

এ ঘটনায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। তবে সহিংসতার সঠিক তথ্য উদঘাটনে সরকারকে তদন্তে আহ্বান জানানো হয়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.