the-story-of-police-vs-serial-killer-is-chup
পুলিশ বনাম সিরিয়াল কিলারের গল্প 'চুপ'

পুলিশ বনাম সিরিয়াল কিলারের গল্প ‘চুপ’

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: পরিচালক আর বাল্কি সব সময়ই এমন এক ধারার গল্প বলেন, যা কিনা দর্শক আগে কখনও দেখেননি। বিশেষ করে, আর বাল্কির গল্প বলার কায়দাই তাঁকে অন্যান্য সব পরিচালক থেকে আলাদা করে। নতুন ছবি ‘চুপে’র (Chup Movie Review) ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। প্রাথমিকভাবে দেখলে এই ছবি একেবারেই থ্রিলার ঘরানার। কিন্তু আর বাল্কি (R Balki), এই ছবির গল্প এমনভাবে বললেন যা কিনা এ যাবৎ অন্য কোনও থ্রিলারে দেখা যায়নি।গল্পটা একটু ছুঁয়ে দেওয়া যাক। সিরিয়াল কিলারকে নিয়েই গল্প এগিয়ে চলে।

 

 

যে কিনা আর্টের সমালোচকদের একের পর খুন করে যায়। তাঁকে ধরার জন্য হাজির হয় পুলিশ অফিসার অরবিন্দ মাথুর (সানি দেওল)। ব্যস, গল্প মোটামুটি এটাই। কিন্তু গল্পের মধ্যে নানা টুইস্ট যেভাবে টেনে নিয়ে এসেছেন পরিচালক আর বাল্কি তা অসাধারণ। কারণ, ছবির চিত্রনাট্য এতটাই টানটান যে আপনার কিছু ভাববার আগেই তা পর্দায় ঘটে যায়। আর রহস্য বেড়েই চলে ছবির শেষ পর্যন্ত। বিশেষ করে, পুলিশ বনাম সিরিয়াল কিলারের ধরপাকড় খুবই অসাধারণভাবে চিত্রনাট্যে সাজিয়েছেন পরিচালক বাল্কি।এই ছবিতে বাল্কি অল্প করে রোম্যান্সও নিয়ে এসেছেন। তবে তা থ্রিলারকে একেবারেই বিরক্ত করে না। অভিনয়ের দিক থেকে দুলকার সলমন অনবদ্য। প্রত্যেকটি ফ্রেমেই দুলকার বুঝিয়ে দিয়েছেন তাঁর অভিনয়ের দক্ষতা। বহুদিন বাদে পর্দায় সানি দেওলকে দেখে ভাল লাগবে। ভাল লাগবে পূজা ভাটকেও। তাঁর অভিনয়ের ধার কিন্তু একেবারেই কমেনি।

 

 

তবে এই ছবি একেবারেই আর বাল্কির পরিচালনার দক্ষতায় তৈরি। অভিনেতারাও পূর্ণ মর্যাদা দিয়েছেন তার। সব মিলিয়ে একদিকে যখন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ক্রেজ, সেখানে ‘চুপ’ কিন্তু অন্যরকম ছবির স্বাদ দেবে। বিশেষ করে যাঁরা থ্রিলারপ্রেমী, তাঁদের বেশ ভাল লাগবে এই ছবি।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.youtube.com/watch?v=V51sMMFMWqg

International  News Source & Ref : Gurdian।  CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news  ।  bollywoodhungama

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.