The role model of corruption is the Indian High Commissioner Mr. Bhatti who has given a thumbs up to the law of Bangladesh
বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো ভারতীয় হাই কমিশনার মিস্টার ভাটির দূর্নীতির রোল মডেল

বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো ভারতীয় হাই কমিশনার মিস্টার ভাটি দূর্নীতির রোল মডেল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রমজান আলী ।। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি’র বিরুদ্ধে  আবারো দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। তথ্যসূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ৩০টি কম্পিউটার ও ৫টি প্রিন্টার দেওয়া হয়।আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে উপহারটি তুলে দেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। সেই কম্পিউটার ও প্রিন্টার সাপ্লাই-এর কাজটি পায় রাজশাহীর নিউমার্কেট অবস্থিত Update Computer-এর স্বত্বাধিকারী রাজু আহমেদকে।

 

তার বিরুদ্ধে নিম্নমানের কম্পিউটার ও প্রিন্টার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে রাজু আহমেদ বলেন, আমাকে একবারে টাকা দেয়নি, বারে বারে দিয়েছে। আর আমাকে যত টাকা দিয়েছে তা নগদ পেমেন্ট। প্রতিটি কম্পিউটারে মূল্য কত ছিল জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী নিউমার্কেটের এক কম্পিউটার ব্যবসায়ী বলেন, ঐ মানের কম্পিউটার সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা লাগবে।

 

অথচ মি.ভাটি প্রতিটি কম্পিউটারের বিল দেখিয়েছেন লক্ষাধিক টাকা বলে অভিযোগ আছে। রাজু আহমেদের কাছে এই কম্পিউটার ও প্রিন্টার সরবরাহের বিলের কাগজপত্র দেখতে চাইলে তিনি নানান অজুহাতে এড়িয়ে যান এবং এক পর্যায়ে দোকানই বন্ধ রাখেন।

 

 

তবে পররাষ্ট্রনীতি অনুযায়ী, কম্পিউটার ও প্রিন্টার কেনার ক্ষেত্র এস.কে ভাটি বড় ধরনের নিয়ম লঙ্ঘন করে অনিয়ম করেছেন। কারণ, অফিসিয়াল নিয়ম অনুযায়ী ২৫০০০ (পঁচিশ হাজার) টাকার উর্ধ্বে হলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। এছাড়াও ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকার উর্ধ্বে হলে অবশ্যই পত্রিকা বিজ্ঞাপন প্রকাশ করে টেন্ডারের মাধ্যমে কাজ করাতে হবে।  যা তিনি করেননি। এই ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন।

 

এবিষয়ে রাজশাহীতে দ্বায়িত্বরত ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি’র সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার  চেস্টা করা হলেও  তিনি ফোন রিসিভ করেননি।

 

আরোও যে সকল অভিযোগে অভিযুক্ত মি: ভাটি

 

📮অভিযোগ ১ : এদিকে আরোও উল্লেখ্য যে,  আন্তর্জাতিক আইনে একজন কূটনীতিক প্রতিনিধি হিসেবে প্রত্যেক  কূটনীতিক ব্যাক্তি এমন কোন আচরণ কিংবা নিয়ম লংজ্ঞন করতে পারেননা যা উক্ত দেশের আইনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে বা উক্ত দেশের জনগনের জনমতের বিরুদ্ধাচারণ করে।  

 

 

কিন্তু অপ্রিয় হলেও সত্য, খোদ বাংলাদেশের শিক্ষা মহানগরী রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি করোনা উপসর্গ নিয়েই সভা, সমিতি, মিটিং, ও নিত্য দিনের সকল কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন এবং সেই সংবাদ আঞ্চলিক এবং জাতীয় গনমাধ্যমে প্রকাশ হলে সেই সকল সাংবাদিকবৃন্দকে হলুদ সাংবাদিকের আখ্যা দিয়ে নিজের ইমেজ ধরে রাখার চেস্টা করেন।

 

উত্তরবঙ্গ প্রতিদিনে পুর্বে প্রকাশিত সংবাদের লিংক


📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//news.24x7upnews.com /the-indian-high-commissioner-to-rajshahi-sanjay-bhati-gave-a-thumbs-up-to-the-law/

 

📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//silkcitynews.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F/

 

📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//dailymohanogor24.com/2022/02/03/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE/

 

📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//bdsocialnews.com/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85/

 

📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//dailysokalersomoy.com/news/27036

 

📍https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//bangladeshbarta.tv/archives/43576

📍  https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//m.dailyinqilab.com/article/457586/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4


Update Computer Owner of Rajshahi Newsmaket Rajiu

সেই সময় মুঠোফোনে এক সাক্ষাৎকারে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিকে  করোনার বিষয়টি প্রশ্ন করা হলে তিনি উত্তরবঙ্গ প্রতিদিনের কূটনৈতিক প্রতিবেদককে জানিয়েছিলেন –  

 

 ❝সাব লোগ ঝুট বল রাহা হ্যা, ইয়ে ইয়োলো জার্নালিজম কা হিস্যা হ্যা ❞ 

 

উল্লেখ্য যে,গত ২৬/০১/২০২২ তারিখে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি তার করোনা আক্রান্ত ২৪ জন স্টাফকে নিয়েই অফিস চালিয়ে যান। শুধু তাই নয়, করোনা আক্রান্ত অবস্থায়, জয়পুরহাট জেলায় সনাতন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভারতীয় প্রজাতন্ত্র দিবস পালন, বাঘা সফর করেছিলেন । কিন্তু বিষয়টি জানাজানি হলে নাটোর সফর স্থগিত হয়ে যায় তার । তৎকালীন সময়ে ভারতীয় দূতাবাসের অফিসের বাইরে কোন সতর্কতামূলক বিজ্ঞপ্তিও ঝোলানো হয়নি। এরই সাথে নতুন করে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশীরাও আক্রান্ত হয়েছেন বলে কয়েকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছিল।

 

আপডেট কম্পিউটারের স্বত্বাধিকারী রাজু আহমেদ📮অভিযোগ – ২ :

 

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মহানগর আওয়ামিলীগের প্রবীন কয়েকজন নেতা জানিয়েছেন – সম্প্রতি রাজশাহী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী মহানগরের একাংশ নেতা কর্মীদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেছেন। এছাড়াও রাজশাহীর  রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত  রাজনৈতিক নেতাদের নিয়ে বিভিন্ন হোটেলে, মোটেলে গোপন বৈঠক চালিয়ে গেছেন। 

 

তবে হাস্যকর হলেও সত্যি যে, সুশীল মহলের অনেকেই বলছেন যদি মি. ভাটির বদলীর আদেশ না আসতো তবে, আসন্ন রাজশাহী  মহানগর স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে কোন পদে লড়াই করার ইচ্ছাও হয়তো পোষন করতেন। অবশ্য সেই ইচ্ছে পূরন না হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের পথভ্রষ্ট কিছু নেতাকে অর্থনৈতিক, সামাজিক এবং মানষিক শক্তি  যুগিয়ে চলেছেন বলে জানা গেছে কয়েকটি গোপন সূত্রে।

 

📮অভিযোগ – ৩ : মি. ভাটি নিজের অপকর্ম আড়াল করতে রাজশাহী মহানগরীর স্থানীয় কয়েকজন সাংবাদিককে গোপনে ম্যানেজ করার চেস্টা চালিয়ে যান। কিন্তু সেখানেও কোন সুফল না পাওয়ায় অর্থনৈতিক সুবিধার লোভ দেখিয়ে তার পক্ষে সংবাদ প্রকাশ করার প্রস্তাবও দেন।কিন্তু পরিশেষে এখানেও ব্যার্থ হন মি. ভাটি।

চলমান………


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.