The proposed budget will not change the fate of low-income people
প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন ঘটবেনা

প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন ঘটবেনা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ টাকার অঙ্কে বিদায়ী অর্থবছরের চেয়ে পাঁচ হাজার ৩৮৬ কোটি টাকা বেশি হলেও মোট জিডিপির শতকরা হার বিবেচনায় শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ কম।

 

 

বিদায়ী অর্থবছরের বাজেটে এই খাতে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছিলো। তবে বাজেটে প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। এই খাতে উপকার ভোগীর সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার বাড়িয়ে ২৩ লাখ ৬৫ হাজার করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

 

এছাড়া মা ও শিশু সহায়তা খাতে উপকারভোগীর সংখ্যা ১০ লাখ ৪৫ হাজার থেকে বাড়িয়ে ১২ লাখ ৫৪ হাজার করা হয়েছে। সেই সাথে এক কোটি পরিবার টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ড সহায়তা পাবেন। চলমান অর্থনীতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এ বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন বিশ্লেষকরা।

 

সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, প্রচলিত দরিদ্রের পাশাপাশি করোনা পরবর্তী নতুন করে যে দরিদ্র সৃষ্টি হয়েছে তাদের জন্য আরো বরাদ্দ  প্রয়োজন।  এ জন্য বরাদ্দ বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক।


News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  Google News

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.