the-prime-ministers-rally-in-rajshahi-will-turn-into-a-sea-of-people
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিনত হবে

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিনত হবে

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জনসভায় মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে আজ মঙ্গলবার ছাত্রলীগ আয়োজিত রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরোও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। এর আগেও তিনি রাজশাহীতে এসেছেন। তবে এবারের সাড়াটা ভিন্নরকম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতোমধ্যেই দেশকে ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছেন। তরুণ প্রজন্ম সেটি গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন করেছেন। অবকাঠামো উন্নয়নসহ দেশের সবক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা তিনি বলছেন, সেটি এবারের নির্বাচনের মূল স্লোগান। সেই স্মার্ট বাংলাদেশের কথা শুনতে ২৯ জানুয়ারির জনসভার জন্য রাজশাহীর মানুষ মুখিয়ে আছে। জনসভা পরিণত হবে জনসমুদ্রে।

 

 

রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

 

 

উল্লেখ্য যে, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।


#keywords  #bengali  #trending  #news  #today  #live  #breaking #bd  #ব্রেকিং #নিউজ  #সংবাদ #Rajshahi #uttorbongoprotidin 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.